Select Page

শাকিব খান ও রায়হান রাফীর তিন দফা বৈঠক, সঙ্গে চরকি-আলফা আই

শাকিব খান ও রায়হান রাফীর তিন দফা বৈঠক, সঙ্গে চরকি-আলফা আই

চরকি ও আলফা আই-এর প্রযোজনায় গত ঈদুল আজহায় ব্লকবাস্টার ‘সুড়ঙ্গ’ উপহার দিয়েছেন রায়হান রাফী। দুই প্রতিষ্ঠানের পরের ছবিতে পরিচালক ও প্রযোজকরা চাইছেন শাকিব খানকে। এ নিয়ে তিন দফা বৈঠকও করেছেন তারা। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সমকাল।

সূত্রের বরাতে দেয়া খবরে বলা হচ্ছে, শাকিব খান সিনেমা করতে যাচ্ছেন রায়হান রাফীর। সেটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। এ নিয়ে শাকিব খানের গুলশানের অফিসে তিন দফা মিটিংও হয়েছে। সিনেমাটি প্রযোজনা করবে চরকি ও আলফা আই।

শাকিবের অফিসে মিটিংয়ে রাফীর সঙ্গে চরকিপ্রধান রেদওয়ান রনি, আলাফা আইয়ের শাহরিয়ার শাকিলও উপস্থিত ছিলেন। সব কথা পাকা। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

বিষয়টি নিয়ে রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শাকিব ভাই দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। আমি সব সময় বলে এসেছি, তার সঙ্গে করতে চাই। আমরা একসঙ্গে হলে অবশ্যই ভালো কিছু হবে।’

তবে নতুন প্রজেক্ট নিয়ে কিছু জানতে চাইলে এক প্রকার পাশ কাটিয়ে যান তিনি। শুধু বলেন, ‘দেখা যাক, সময় হলেই সব জানাব।’

এর আগে গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক রায়হান রাফী। কিন্তু সিনেমাটি শুরু করতে পারেননি পরিচালক। ফলে নায়কের সঙ্গে পরিচালকের সম্পর্কের অবনতি ঘটে।

এরপর গত ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমার মুক্তির সময় বিষয়টি অন্য রূপ নেয়। রাফী একাধিক অভিযোগ নিয়ে এসেছিলেন ‘প্রিয়তমা’ টিমের বিরুদ্ধে। সে সময় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে ভক্তদের মধ্যে কথার লড়াই চলাকালে পরোক্ষভাবে যোগ দেন রাফী ও নায়ক আফরান নিশো। অন্যদিকে ‘প্রিয়তমা’র পরিচালক এ লড়াইয়ে যোগ দিলেও শাকিব চুপ ছিলেন।

তখন শাকিব খানকে ইঙ্গিত করে রাফী বলেন, “একটা পক্ষ আছে, তারা যখন দেখে ‘আমাদের সিনেমা বাদে অন্য কারও সিনেমা চলে’, যখন দেখছে রায়হান রাফীর সিনেমা সুপারডুপার হিট হয়ে যাচ্ছে, তখন তারা টেনশনে পড়ে গেছে– এবার তো আমার চেয়ারটা শেষ।’

এদিকে ‘প্রিয়তমা’র পর এখনো ক্যামেরার সামনে দাঁড়াননি শাকিব। বছরের শেষের দিকে ‘রাজকুমার’ ছবির শুটিং শুরুর কথা জানিয়েছেন এর নির্মাতা হিমেল আশরাফ। এটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। এছাড়া ‘দরদ’ নামের একটি সিনেমা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করে রেখেছেন অনন্য মামুন। এছাড়া রয়েছে অনুদানের ছবি ‘মায়া’।

রায়হান রাফী বর্তমানে দুটি ওয়েব ছবি নিয়ে ব্যস্ত। সামনে টিএম ফিল্মসের নতুন ছবি করবেন। সম্ভবত এর নায়ক নিশো। এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। তবে বলা হচ্ছে, ছবিটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।


Leave a reply