Select Page

‘জাওয়ান’-এর আয় সাড়ে ৯ কোটি টাকা, অস্বীকার করে যা জানালেন অনন্য মামুন

‘জাওয়ান’-এর আয় সাড়ে ৯ কোটি টাকা, অস্বীকার করে যা জানালেন অনন্য মামুন

বাংলাদেশে মুক্তির তৃতীয় সপ্তাহেও মাল্টিপ্লেক্সগুলোতে ‘জাওয়ান’-এর টিকিট সংকট চোখে পড়ার মতো। প্রতিদিনই লাখ লাখ টাকার টিকিট বিক্রির ডেটা পাওয়া যাচ্ছে মাল্টিপ্লেক্সগুলোর ওয়েবসাইটে। এমনকি এর প্রভাবে নতুন বাংলা সিনেমা ‘অন্তর্জাল’ শো ও হল পেয়েছে কম।

এমন পরিস্থিতিতে বক্স অফিস ইন্ডিয়া নামের একটি সাইট জানায়, বাংলাদেশে প্রায় সাড়ে ৯ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছে ‘জাওয়ান’। কিন্তু এ সিনেমার আয় প্রকাশ নিয়ে প্রথম থেকেই উদাসীন থাকা পরিবেশক অনন্য মামুন এ তথ্য অস্বীকার করেছেন।

স্বাধীন বাংলাদেশে অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’-এর মাধ্যমে একইদিন ভারতের সঙ্গে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল। মুক্তির দিন থেকেই সিনেমাটি নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছিল। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলো উপচে পড়া ভিড় দেখেছে।

গত সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বক্স অফিস ইন্ডিয়া জানায়, মুক্তি ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ৯৯৫ কোটি রুপি আয় করেছে ‘জাওয়ান’। এর পরবর্তী লক্ষ্য হলো এক হাজার কোটি রুপির মাইলফলক অর্জন।

আরো বলা হয়, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে অল টাইম রেকর্ড গড়েছে সিনেমাটি। একই কথা বাংলাদেশ ও সিঙ্গাপুরের ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশে সিনেমাটির আয় সাড়ে ৮ লাখ ডলার। ডলারের বিপরীতে টাকার বিনিময় ১১০ টাকা ধরলে বড় অঙ্ক নির্দেশ করছে ‘জাওয়ান’। অর্থাৎ, নয় কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৪৮০ টাকা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে শিগগিরই এক মিলিয়ন বা ১০ লাখ ডলার বা ১১ কোটি টাকার ঘর অতিক্রম করবে ভারতীয় এ সিনেমা।

অবশ্য বাংলাদেশী মাল্টিপ্লেক্সের ওয়েবসাইট ট্র্যাক করে এর আগেই এমন ইঙ্গিত দিয়েছিল বাংলা মুভি রিভিউ নামের সাইটে। সেখানে দেখা প্রতিদিনের হিসাব মেলালে এর সম্ভাব্য উত্তর স্পষ্ট হবে।

ছবিটির বাংলাদেশে আমদানি করা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট’-এর কর্ণধার অনন্য মামুন জানালেন ভিন্ন কথা।

অনন্য মামুন

তিনি এখন মুম্বাইয়ে আছেন। সেখান থেকে কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশে ছবিটির আয় এখন পর্যন্ত এক কোটি ৩২ লাখ টাকা। প্রযোজক পাবেন মাত্র ৮২ লাখ টাকা। জানি না কারা, কোথায় ৯ কোটি টাকার তথ্য পেয়েছেন! আমার সঙ্গে কথা বলে তথ্যটা প্রকাশ করলে ভালো হতো।’

মামুন আরো বলেন, ‘জওয়ান’ মাত্র পাঁচ হাজার ডলার দিয়ে আমদানি করেছিলেন।

এদিকে ‘জাওয়ান’ সেন্সর পাওয়ার আগে সিনেমাটির শেয়ার ভাগাভাগি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সারাবাংলা ডটনেট।

প্রতিবেদনে বলা হয়, জাওয়ান’ দেশে আনছে অনন্য মামুনের প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’। এটি আনা হচ্ছে ছবিটির মুম্বাই পরিবেশক সিনেকন এন্টারটেইনমেন্ট থেকে। তারা বাংলাদেশের সিনেমা হল প্রাপ্ত শেয়ার মানির ৮০ শতাংশই নিয়ে যাবে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সারাবাংলা জানায়, অনন্য মামুন যখন আমদানির চেষ্টা চলাচ্ছিলো তখন আরেকটি পক্ষ কয়েক কোটি টাকার প্রস্তাব মুম্বাই পরিবেশককে দেয়। বিষয়টি জানার পর অনন্য মামুন তাদেরকে অন্যভাবে প্রস্তাব দেয়। তাদেরকে তিনি বলেন, স্থানীয় পরিবেশক হিসেবে তিনি ২০ শতাংশ কমিশন নিয়ে যাবেন শেয়ার মানি থেকে। বাকি টাকা ভারতীয় পরিবেশককে দেওয়া হবে। মামুনের প্রস্তাবে তারা রাজি হয়ে যায়।

তবে ওই খবর নিয়ে অনন্য মামুনের মন্তব্য প্রকাশ করতে পারেনি সংবাদমাধ্যমটি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সরব এই ভারতীয় সিনেমার মধ্যস্থতাকারীও সেখানে কোনো কথা বলেননি। অবাক হওয়ার বিষয় হলো, এর আগে ‘সুড়ঙ্গ’-এর প্রযোজক এক সপ্তাহে সিনেপ্লেক্স থেকে আড়াই কোটি টাকার টিকিটির বিক্রির দাবি করলেও অনন্য মামুনের দেয়া তথ্য অনুসারে, ‘জাওয়ান’ ১৮ দিন মিলিয়ে সব হলে মাত্র এক কোটি ৩২ লাখ টাকা আয় করেছে।


মন্তব্য করুন