Select Page

শাকিব ছাড়াই ফিরতে চান অপু

শাকিব ছাড়াই ফিরতে চান অপু

শাকিব খানঅপু বিশ্বাস জুটি ঢালিউড ইন্ডাস্ট্রিকে অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছে। একসঙ্গে ৭০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তাঁরা। এখনো নির্মাণাধীন আছে ছয়টি ছবি। অপুকে ছাড়া শাকিব বেশ কিছু ছবি করলেও ২০০৯ সালের পর থেকে শাকিববিহীন অপু কোনো ছবি করেননি। তবে এবার তাই ঘটতে চলেছে।

শাকিব ছাড়াই ছবি করতে রাজি আছেন অপু। এর মধ্যে বঙ্গবিডি, তিতাস কথাচিত্র, সনি ইন্টারন্যাশনালসহ বেশ কিছু বড় প্রডাকশনের সঙ্গে কথাও বলেছেন অপু।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘পরিবর্তন দরকার। শাকিবের সঙ্গে আমাকে দেখতে দেখতে দর্শক অভ্যস্ত হয়ে গেছে। নতুন রসায়ন তৈরি করা প্রয়োজন। কয়েকজন পরিচালক আশ্বাস দিয়েছেন। খুব শিগগির তাঁরা আমাকে নিয়ে ছবি শুরু করবেন। আশা করছি, সুখবরটি কিছুদিনের মধ্যে সবাই জানতে পারবেন।’


মন্তব্য করুন