Select Page

শাকিব-জায়েদের লড়াই হচ্ছে না!

শাকিব-জায়েদের লড়াই হচ্ছে না!

শোনা গিয়েছিল ১৫ ডিসেম্বর মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘আমি নেতা হবো’ ও জায়েদ খানের ‘অন্তর জ্বালা’। জানা গেল, আপাতত তেমনটা হচ্ছে না। প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে না।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও যৌথ প্রযোজনাকে কেন্দ্র করে দুই নায়কের বিরোধ উঠেছিল তুঙ্গে। পরবর্তীতে তারা দুইবার কোলাকুলি করলেও শোনা যায় বক্স অফিস দ্বন্দ্বের কথা। ধরে নেওয়া হয়েছিল মাঠের লড়াই গড়িয়েছে পর্দায়।

তবে ‘আমি নেতা হবো’ সিনেমার পরিচালক উত্তম আকাশ জানালেন, ডিসেম্বরে মুক্তি সম্ভব হবে না। কারণ সিনেমাটির দুটি গানের চিত্রায়ন হবে মালয়েশিয়ায়। এখনো শাকিব ও বিদ্যা সিনহা মিমের শিডিউল নেননি তিনি। আনুষাঙ্গিক অন্যান্য কাজ বাকি আছে। এছাড়া উত্তম আকাশও শাকিবের সঙ্গে অন্য সিনেমা নিয়ে ব্যস্ত।

এদিকে ‘অন্তর জ্বালা’র পরিচালক মালেক আফসারী নতুন চ্যালেঞ্জ দিয়েছেন। তার সিনেমাটি ১৭৫টি হলে মুক্তি পেয়ে নাকি রেকর্ড করবে। তার ধারণা, বারবার পিছিয়ে ভালোই করেছেন। ‘অন্তর জ্বালা’ মুক্তির জন্য ভালো তারিখ পেয়েছেন। সিনেমাটিতে জায়েদের নায়িকা পরী মনি।


Leave a reply