Select Page

শাকিব ফুরিয়ে যাননি

শাকিব ফুরিয়ে যাননি

62886_e1বাজারে শাকিব খানকে নিয়ে নানা গুজব আছে। এরমধ্যে একটি হলো, নতুন নায়কদের আবির্ভাবে শাকিব কোনঠাসা- তার হাতে ছবি কমে গেছে। আসলে কি তাই! এই গুজবের বিপরীতে দেখা গেছে তার হাতে রয়েছে রেকর্ডসংখ্যক ছবি।

শাকিব খান যে ফুরিয়ে যাননি, তার প্রমান হলো তার অভিনীত আসন্ন ছবির ধারাবাহিকতায় রয়েছে ১৮টি ছবি।

ছবিগুলো হলো- মাই নেম ইজ খান , ভালোবাসা আজকাল, এইতো প্রেম, দুই পৃথিবী, ফুল এন্ড ফাইনাল, ঢাকা টু বোম্বে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, জান তুমি প্রাণ তুমি, মনের মানুষ পাইলাম না, ফাঁদ, শোধ, কানামাছি, মনের ঠিকানা, অপমানের জ্বালা এবং বিচার আমি করবো। এছাড়াও সাইন করা রয়েছে আরও তিনটি ছবি।

শাকিব খান অভিনীত এ ছবিগুলোর মধ্যে আসছে ঈদে মুক্তির প্রতীক্ষায় আছে ‘মাই নেম ইজ খান’ ও ‘ভালোবাসা আজকাল’।

নিজের গ্রহনযোগ্যতা নিয়ে শাকিব বলেন, তিনি চলচ্চিত্রাঙ্গনে বেড়াতে আসেননি। এটি তার পরিবারের মতো, এখানেই তিনি বড় হয়েছেন। অনেক কষ্টে উপরে উঠেছেন। নামতে হলে সিড়ি দিয়ে নামবেন।

তিনি আরো জানান, সময়ের সাথে দর্শকের মনের মতো করে পর্দায় উপস্থিত হবেন।

বর্তমানে এই তারকা ফাঁদ ছবির শুটিয়ে মালয়েশিয়ায় আছেন।

সুত্র: মানবজমিন


১ Comment

  1. দারাশিকো

    কদিন পর পরই এরকম খবর আসছে পত্রিকায় – এটাও কিন্তু ভালো লক্ষণ না। শাকিব ফুরিয়ে যাবেই – এখন বা পরে। কিন্তু ফুরিয়ে যাওয়ার আগেই এমন কিছু করে যাওয়া উচিত যেন পরেও শাকিবের কথা মনে থাকে। এখনই উপযুক্ত সময়।

Leave a reply