Select Page

শাকিব-বুবলির ‘অহংকার’ : যত ভুল

শাকিব-বুবলির ‘অহংকার’ : যত ভুল

‌‘অহংকার’ একটি নকল গল্পে নির্মিত সোশ্যাল একশন মুভি। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এই সিনেমার ছোটবড় ৮টি ভুল আমাদের চোখে পড়েছে।

১. সিনেমার প্রথম ফাইটিং দৃশ্যে শাকিব খানের মার খেয়ে এক গুন্ডা যখনই মেইন রোডের পিচের উপর পড়তে যাবে ঠিক তখনই পিচের রাস্তার উপরই কোথা থেকে যেন গায়েবী বালুর স্তূপ চলে এল। আবার পরের শটেই তা গায়েব!!! বালুর রাজনীতি মনে পড়ে গেল ?

২. বরপক্ষ শাকিবের বোনকে যখন দেখতে এসে তখন ঘড়িতে সময় ৭টা বেজে ৪০ মিনিট। দুয়েক মিনিট কথা বলতেই ঘড়িতে এক লাফে ৮টা ৩০ বেজে গেল !!! ঘড়ির ব্যাটারিতে মনে হয় কয়েকফোঁটা ব্ল্যাক হর্স পড়ছিল। সব সম্ভবরে পাগলা ?

৩. এক মহিলা থানায় গিয়ে অভিযোগ করল গুন্ডারা তার তিন বছরের বাচ্চাকে তুলে নিয়ে গেছে। কিন্তু বাস্তবে যে বাচ্চাকে দেখানো হলো তার সর্বনিম্ন বয়স হবে ৬ বছর। এজন্যই কবিগুরু বলেছেন “বয়স শুনে টাস্কি খাসনে, দিসনে কোন জবাব; বয়স লুকানো নারীজাতির, চিরকালের স্বভাব” ?

৪. বুবলিকে শায়েস্তা করার জন্য শাকিব যখন সুইমিং পুলে গেল, তখন সে সুইমিং পুলের গেইট দিয়ে হেঁটেই ভেতরে ঢুকল। গেইটের বাইরে তার সিএনজি রাখা ছিল নাকি তা ভেতর থেকে বোঝা যায়নি। অথচ সেখান থেকে একইভাবে হেঁটে ফেরত যাওয়ার সময় বুবলি কিভাবে বাইরে রাখা সিএনজি এমনকি তার নাম্বারপ্লেট পর্যন্ত দেখে ফেলল!!! এই মেয়ে নিশ্চিত বড় হয়ে জ্যোতিষী হবে ?

৫. বুবলি যখন শাকিবের বোনের সাতাশে অনুষ্ঠানের দিন তার বাড়িতে হামলা করে তখন শাকিব বাসায় ছিল না। কেউ একজন শাকিবকে মোবাইলে কল করলেই পারত, অথচ করল না। যে সিএনজিওয়ালার বাড়িতে ৩০-৪০ হাজার টাকা দামের সোফাসেট থাকে তার বাড়িতে একটা মোবাইলফোন নেই, নাকি মোবাইলে ব্যালেন্স ছিল না, রিকুয়েস্ট কল দিলেই পারত ?

৬. বুবলির হাতের চাকু থেকে বাঁচতে শাকিব যখন সিএনজির গ্লাস ভেঙ্গে লাফিয়ে পড়ে তখন ওর কপালে আঘাত লেগে দাগ হয়ে যায়। এক দৃশ্য পরেই ঐ ক্ষতস্থানে ব্যান্ডেজ তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না!!! ডেটল+স্যাভলন+হারপিক+সার্ফ এক্সেল=দাগ থেকে দারুন কিছু ?

৭. বুবলিকে আটকে রাখার সময় শাকিব খান মহল্লাবাসীকে বলল “ বুবলি যে এখানে আছে এটা মহল্লার বাইরের কেউ যেন না জানে”। অথচ এর পরেই সে নিজেই বুবলীকে শাড়ি পরিয়ে দলবল নিয়ে রাস্তায় গিয়ে নেচেগেয়ে খ্যাপালো। এ কেমন গণতন্ত্র ?

৮. ২০ বছর আগের একটি দৃশ্যে পুলিশদের গায়ে বর্তমান সময়ের ইউনিফর্ম দেখানো হলো। অথচ ২০ বছর আগে পুলিশদের ইউনিফর্ম ছিল সবুজ রঙের। ?


Leave a reply