Select Page

শাকিব-মাহির ‘ভালোবাসা আজকাল’

শাকিব-মাহির ‘ভালোবাসা আজকাল’

2013-07-07-18-12-27-51d9af8b3d85b-06আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষীত ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রটি নানা কারণে আলোচনায় রয়েছে। ধারনা করা যাচ্ছে এটি এইবারের ঈদের অন্যতম আকর্ষন।

প্রথমত এটি জাজ মাল্টিমিডিয়ার ছবি, যারা বাংলাদেশে ডিজিটাল ছবিকে বড় পরিসরে এনে দিয়েছে-  দ্বন্ধ-সংকট কাটিয়ে শাকিব খান প্রথমবারের মতো এই হাউসের সাথে কাছ করছেন। প্রযুক্তিগতভাবে এটি ডিজিটালে নির্মিত শাকিবের প্রথম ছবি। দ্বিতীয়ত: শাকিব প্রথমবারের মতো মাহির সাথে কাজ করছেন। মাহিকে ধরা হচ্ছে নতুন প্রজম্মের সম্ভাবনাময় অভিনেত্রীদের একজন।

ছবিটি পরিচালনা করছেন পি এ কাজল

মাহি জানান, শাকিব খানের সাখে কাজ করা তার কাছে স্বপ্নের মতো বিষয়। এতে তিনি খুবই আনন্দিত। অন্যদিকে শাকিব আশা করেন, মাহি ভবিষ্যতে আরো ভালো করবেন।

সুত্র: প্রথম আলো

 


মন্তব্য করুন