Select Page

শাফিন-ফুয়াদের বিতর্কে জন্ম ‘লেজেন্ড’ (ভিডিও)

শাফিন-ফুয়াদের বিতর্কে জন্ম ‘লেজেন্ড’ (ভিডিও)

ইউটিউবে মুক্তি পেল ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত পরিচালনায় শাফিন আহমেদের ‘লেজেন্ড’। গানটি প্রকাশের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ন্যাপচ্যাট প্রকাশ করে বিতর্কে মেতে ওঠেন দুই তারকাশিল্পী। এ জন্য কম সমালোচনাও সইতে হয়নি তাদের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর।

আজকাল যে কেউই তারকা বনে যাচ্ছেন, ‘লেজেন্ড’ শব্দের ব্যবহার হচ্ছে যথেচ্ছ- এমন অভিযোগ হরমাশাই আসছে দর্শক-শ্রোতাদের কাছ থেকে। সম্প্রতি ‘লেজেন্ড’ শব্দটিকে নিয়ে এমনই এক পাতানো তর্কে মেতে ওঠেন দুই জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ ও ফুয়াদ আল মোক্তাদির। তবে, তাদের তর্কে যারা দ্বিধাবিভক্ত হয়ে পড়ছিলেন তারাই এবার বোকা বনে যাওয়ার যোগাড়। কারন, ‘লেজেন্ড’ শিরোনামে ফুয়াদের সংগীত পরিচালনায় ইউটিউবে প্রকাশিত হয়েছে ব্যাঙ্গাত্মক গান।

গান প্রকাশের আগে দুই শিল্পীর একে অন্যকে আক্রমন ও প্রতিআক্রমন সমালোচনার জন্ম দিলেও এবার গান দিয়েই তারা জানালেন, কেন সেই বিতর্ক উসকে দিতে চেয়েছিলেন তারা। শাফিনের কণ্ঠে- যে যার রাজত্বে উড়ছে, দেখো আজ আলোকিত সব, কোটি তারার আকাশে, ইতিহাস গড়ছে সবাই, ইউটিউব আর ফেইসবুকে সবাই লিজেন্ড কিংবা র‌্যাপ কণ্ঠে- ও খোদা ও কি, এখন খাব কি? বিউটি ক্যামে ফরসা, কণ্ঠে নেই সুর? তো, আছে অটো টিউনার, বুস্ট দিলে পোস্ট পাবে, কোটি কোটি ভিউয়ার.. এমন কথায় সাম্প্রতিক সংগীতাঙ্গনকে ব্যঙ্গ করলেন তারা।

১৯ এপ্রিল মাল্টিসোর্সিংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল আলোচিত এই ‘লেজেন্ড’ গানটির লিরিক ভিডিও। ফুয়াদের কথা-সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। আর এতে র‌্যাপ করেছেন তৌফিক।


মন্তব্য করুন