Select Page

শাবনূরের জন্মদিন

শাবনূরের জন্মদিন

529e10746bf68-Untitled-8জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে আগমন করেন। প্রথম ছবি ফ্লপ হলেও পরবর্তীতে একের পর এক হিট ছবি উপহার দিয়ে তিনি বাংলাদেশি চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তার জন্মদিনে বিএমডিবি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

নায়ক সালমান শাহের সাথে জুটি বেধে যে সমস্ত চলচ্চিত্রে অভিনয় করেন তার সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডেসফল। তাকে তখন বলা হত নায়ক সালমান শাহ নির্ভর নায়িকা। কিন্তু সালমান শাহের মৃত্যু পরবর্তী কালে অন্যান্য নায়কের সাথে অভিনয় করে তিনি সফল হন।

বাণিজ্যিক চলচ্চিত্রের সাথে সাথে তিনি বেশ ক’টি অফট্রাক মুভিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

বছর দুয়েক ধরে তিনি চলচ্চিত্রে অনিয়মিত। বেশিরভাগ সময় থাকছেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে তিনি সন্তানসম্ভবা।

তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- কিছু আশা কিছু ভালোবাসা,  চার সতীনের ঘর, বলবো কথা বাসর ঘরে, স্বামী স্ত্রীর ওয়াদা, স্বামী নিয়ে যুদ্ধ, প্রেমের তাজমহল, ভালবাসার দুষমন, দুই বধূ এক স্বামী, এক টাকার বউ, নিরন্তর, ব্যাচেলর , স্বপ্নের নায়ক, প্রেম পিয়াসী, আনন্দ অশ্রু, স্বপ্নের পৃথিবী, বিচার হবে, তোমাকে চাই, জীবন সংসারস্বপ্নের ঠিকানা


মন্তব্য করুন