Select Page

শাবনূরের ভুয়া পেজ থেকে শেয়ার হলো ভুয়া পোস্টার

শাবনূরের ভুয়া পেজ থেকে শেয়ার হলো ভুয়া পোস্টার

শাবনূরের নতুন ছবি ‘অপরাজিতা’র ঘোষণায় চমকে উঠেছেন তার ভক্তকূল। শুধু ছবির নামই নয়, একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে ‘ফ্যান মেড’ পোস্টার। ছবির পরিচালকের নাম শাহরিয়ার অনিক।

এ নিয়ে সংবাদমাধ্যম খবর পরিবেশন করলেও পরে জানা যায়, ‘শাবনূর’ নামের অ্যাকাউন্টটি ভুয়া, ছবির ঘোষণাও ভুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোরকে শাবনূরের বোন ঝুমুর জানান, ফেইসবুক পেজটি ভুয়া; এই নামে শাবনূর কোনো চলচ্চিত্রও করছেন না।

মঙ্গলবার সকালে সেই ভুয়া পেইজ থেকে এসিডে ঝলসানো শাবনূরের মুখের একটি ছবি পোস্ট করে বলা হয়, “’দীর্ঘ বিরতির অবসান। পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসবো আপনাদের মাঝে। সবার দোয়াপ্রার্থী।”

শাবনূরের ছোটবোন কাজী জেসিকা জেরিন ঝুমুর অস্ট্রেলিয়া জানান, ‘অপরাজিতা’ নামে কোনো ছবির বিষয়ে শাবনূরের সঙ্গে কারো কোনো কথাই হয়নি। ফলে সেটি করার প্রশ্নও আসে না।

“আপাতত কোনো ছবি করার কোনো পরিকল্পনা তার (শাবনূর) নেই। অস্ট্রেলিয়ায় লকডাউন চলছে, সবকিছু বন্ধ হয়ে আছে। কবে আগামীতে অবশ্যই তিনি ছবি করবেন।”

সন্ধ্যায় দেখা যায় শাবনূরের নামের পেজটি থাকলেও সরিয়ে ফেলা হয়েছে পোস্টারটি।

কয়েক বছর ধরেই চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাবনূর। একমাত্র ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বাস করছেন তিনি; তার সঙ্গে ছোটবোন কাজী জেসিকা জেরিন ঝুমুর রয়েছেন।

২০১৫ সালের দিকে অস্ট্রেলিয়ায় যান তিনি। মাঝে-মধ্যে বাংলাদেশে আসেন শাবনূর; বছর তিনেক ধরে এ অভিনেত্রীর জন্য আটকে আছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’ ছবিটি। এ ছাড়া মাঝে জাজ মাল্টিমিডিয়া একটি ছবির ঘোষণা দিলেও পরে অগ্রগতি হয়নি।


মন্তব্য করুন