Select Page

ভাইরাল : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শাবনূর

ভাইরাল : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শাবনূর

shabnur

কয়েকদিন ধরে অনলাইনে ভাইরাল হয়ে উঠেছে শাবনূর অভিনীত একটি সিনেমার গান। ওই গানের মাধ্যমে ট্রলের শিকার হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট।

‘আসামি বধূ’ সিনেমার ওই গানে দেখা যায়— ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে নাচছেন শাবনূর, মাসুদ শেখ ও সোনিয়া।

শাহ আলম কিরণ পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালের ২ জুলাই। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় পরের বছর। আর সিনেমার গানে দেখানো হয় ১৯৯৪ সালের অভিষেক অনুষ্ঠান।

‘কাটে না দিন কাটে না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও আগুন।

শ্রুতিমধুর গানটিতে নায়ক-নায়িকাকে মাইকেল জ্যাকসন ও ম্যাডোনা নামে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের মজা তুলে ধরা হয়েছে।

অবশ্য ‘বাংলা সিনেমা’য় এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যাওয়ায় ঠাট্টা-মশকরাই ছিল ট্রলের মূল ভাব।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares