Select Page

শাবনূর: জয়ের চেহারাটা আরেকটু ভালো হলে আমাদের জুটি জমে যেত

শাবনূর: জয়ের চেহারাটা আরেকটু ভালো হলে আমাদের জুটি জমে যেত

শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে শাবনূর দু-তিনটি সিনেমা করলেও জুটি হিসেবে ততটা আকর্ষণ জাগাতে পারেনি। সেই প্রসঙ্গে ‘চাঁদনী রাতে’ নায়িকা বলেন, ওর চেহারাটা আরও একটু ভালো হলেই আমাদের জুটিটা জমে যেত!

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তানভীর তারেককে এ কথা বলেন শাবনূর। সেখানে সালমান শাহ, রিয়াজ প্রসঙ্গও আসে।

আপনার সাথে আড্ডা হবে, আর সালমান শাহ’র প্রসঙ্গ আসবে না। সেটা তো ঠিক না। আপনি নাজিম জয়ের একটা শো’তে সালমান আর আপনার সম্পর্ক ভাইবোন বলেছিলেন। সেটা নিয়ে বেশ চর্চা হয়েছে। কী বলতে চান এখন?

এমন প্রশ্নে শাবনূর বলেন, ‘হাহাহা, এই যে আসামি পেয়েছি। আপনাকেও আমি এসব নিয়ে কথা বলতে দেখেছি, আপনার শোগুলোতে। আমি ভাই অত ঢঙ করে মিথ্যা বলতে পারবো না। সত্যিকার অর্থেই সালমান আমার ভাইয়ের মতোই ছিল। গার্জিয়ান ফিগার সে আমার জন্য। আমাকে পিচ্চি বলে ডাকতো । এখন বলিউডে সালমান খানের সাথে অনেক পিচ্চিরা কাজ করে না । ওরকম। আমি তো আসলেই অনেক ছোট বয়সে ফিল্ম শুরু করেছি। তাই সালমান আমার প্রিয় কলিগ, বড় ভাইয়ের মতোই ছিল । অনস্ক্রিন আমাদের রসায়নটা ভালো ছিল বলেই দর্শকদের প্রিয় ছিলাম আমরা।’

রিয়াজের সঙ্গে প্রেমের গুজব নিয়ে বলেন, ‘ওসব প্রেমের খবর রটবেই। না না, সেই প্রেম আজ স্বীকারও করছি না, অস্বীকারও করছি না । রিয়াজ আমার ভালো বন্ধু। এখন একসাথে কাজ করতে গিয়ে প্রেমের খবর যদি রটে যায় তা নিয়ে তখন চুপ থাকাই ভালো । কারণ ঐ সময় আমরা তো বিজনেস দিচ্ছি। আর সালমান মারা যাবার পর ডামির সাথে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম! এরপর রিয়াজের সাথে আমার জুটিটা ভিন্ন এক ভালোবাসায় মানুষ গ্রহণ করে। এটা আমাকে ভীষণ রিলিফ দেয়।’

তাহলে রিয়াজ ছাড়া আর কোনো বন্ধু’র সাথে আপনার জুটি হয়ে উঠলো না কেন?

উত্তরে শাবনূর বলেন, ‘উঠতে পারতো। জয় (শাহরিয়ার নাজিম জয়) আমার খুব ভালো বন্ধু। ও কিন্তু খুব ট্যালেন্ট। অভিনয়ও ভালো জানে। বন্ধু বলেই সরাসরি বলছি, ওর চেহারাটা আরও একটু ভালো হলেই আমাদের জুটিটা জমে যেত।’

তানভীর তারেকের সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, ‘আপনিই ভেবে দেখুন, আমি এই ইন্ডাস্ট্রির সবচেয়ে সুদর্শন হিরোর নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত। সেটা সালমান শাহ। এরপর রিয়াজও চকোলেট বয় ছিল। এখন সেখানে তো জয়ের সাথে বিষয়টা রিস্কি!’

জীবনের গল্প, এই যে দুনিয়া, গ্রাম গঞ্জের পিরিতি সিনেমায় পর্দা ভাগাভাগি করেছিলেন শাবনূর ও জয়।

শাবনূর আরো জানান মাহফুজ আহমেদের সঙ্গে ছবি নিয়ে কথা হচ্ছে। ডিসেম্বরে দেশে ফিরলে এ নিয়ে বিস্তারিত জানাবেন। তবে জাজ মাল্টিমিডিয়ার ঘোষণা দেয়া ছবিটি হচ্ছে না।


মন্তব্য করুন