Select Page

শাবনূর সাপ ভয় পান, শুটিংয়ে ভয়ানক কাণ্ড রিয়াজের

শাবনূর সাপ ভয় পান, শুটিংয়ে ভয়ানক কাণ্ড রিয়াজের

নব্বই ও নব্বই পরবর্তী বাংলা সিনেমার তুখোড় জুটি শাবনূর-রিয়াজ …

কথা ও সুরে তুমুল রোমান্টিক গান। কিন্তু শুটিংয়ে হানা দিয়েছে বিষধর সাপ। সব ভণ্ডুল হতে পারে নিমিষে। তাই নায়িকার অগোচরে নায়ক পা দিয়ে চেপে ধরলেন সেই সাপ। এভাবে শেষ হলো শুটিং।

মতিন রহমানের বিখ্যাত ‘বিয়ের ফুল’ ছবির শুটিংয়ে এমন ঘটনা ঘটেছে। বুধবার ওই ছবির নায়ক রিয়াজের জন্মদিন ছিল, যাকে রাঙা মুলো ডাকতেন নায়িকা শাবনূর। তিনিই জানলেন বিস্তারিত।

ফেসবুকে রিয়াজের সঙ্গে দুটি ছবি পোস্ট করে শাবনূর লেখেন, ‘শুভ জন্মদিন রিয়াজ। তোমার কি মনে আছে চলচ্চিত্রে প্রথম তুমি যখন এসেছিলে তখন আমি তোমার নাম দিয়েছিলাম রাঙা মুলো কারণ তুমি ভীষণ কিউট ছিলে! তুমি আমার কাছে এমন রাঙা মুলো হয়েই থাকবে আজীবন! অসংখ্য রোমান্টিক ছবি করেছি দুজন একসাথে! আমাদের অসংখ্য স্মৃতি রয়েছে!’

স্মৃতিচারণ করে তিনি বলেন, ”একটা ঘটনা আমার খুব মনে পড়ে। ‘বিয়ের ফুল’ ছবির ‘মন না দিলে হয় কি প্রেম তাই’ গানের শুটিং করছিলাম কক্সবাজার এক হোটেলের সামনে!আমার পায়ের কাছেই ছিল একটি বিষধর সাপ যা আমি খেয়াল করিনি আর তুমিও বলোনি কারণ আমি সাপ ভীষণ ভয় পেতাম!

তুমি সাপটিকে পা দিয়ে চাপ দিয়ে ধরেই শটটি সম্পূর্ণ করেছিলে। আর পুরো ঘটনাটাই ছিল আমার অজানা! শট দেওয়ার পর আমি তা জানার সাথে সাথেই ভয়ে দিয়েছিলাম এক দৌড়। এমন আরো অনেক মজার স্মৃতি তোমার সাথে রয়েছে!”


মন্তব্য করুন