Select Page

'বিজলি'র গানে আইসল্যান্ডে শুটিং
শাহরুখ-কাজলের জন্য ৭ কোটি রুপি খরচ, ববির কত?

<div class="post-subheading">'বিজলি'র গানে আইসল্যান্ডে শুটিং</div>শাহরুখ-কাজলের জন্য ৭ কোটি রুপি খরচ, ববির কত?

বাংলা সিনেমার গানে আইসল্যান্ডের লোকেশন ব্যবহার হয়েছে এটা অনেকের জানা। তবে নায়িকা ববি প্রযোজিত একমাত্র সিনেমাটির এ গানের খরচ নিয়ে ধারণা নেই দর্শক।

ইফতেখার চৌধুরী পরিচালিত সুপারহিরো ধাঁচের ‘বিজলি’ সিনেমায় ব্যবহার হয় ‘মন পাখি উড়ে’ শিরোনামের এ গান। যেখানে আরো ছিলেন ভারতীয় অভিনেতা রণজয়, যদিও এখন তাকে অন্য নামের পর্দায় দেখা যায়।

মূলত বলিউডের ‘দিলওয়ালে’ সিনেমায় শাহরুখ খান ও কাজলের ‘গেরুয়া’ গানটি অনকরণ হয়েছিল ‘মন পাখি’র চিত্রায়নে। আবার সুর নেয়া হয়েছিল বলিউডের আরেক সিনেমা থেকে।

সম্প্রতি গানটির কোরিওগ্রাফার ফারাহ খান ‘গেরুয়া’ নিয়ে অনেক অজানা কথা জানিয়েছেন। ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত আশনির গ্রোভারের বাসায় গিয়ে ফারাহ খান সেই অভিজ্ঞতা আবারও শেয়ার করেন। আশনিরের স্ত্রী মাধুরী বলেন, ‘আমরা সম্প্রতি আইসল্যান্ডে গিয়েছিলাম, যেখানে আপনি “গেরুয়া” শুট করেছিলেন।’ ফারাহ তখন রোমাঞ্চিত হয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমরা কি শাহরুখ–কাজলের সেই আইকনিক দৃশ্যটির মতো করে ছবি তুলেছিলে?’

আশনির হেসে জবাব দেন, ‘সিফন শাড়ি তো ছিল না আমাদের কাছে!’

ফারাহ খান আরও জানান, ‘আইসল্যান্ড অত্যন্ত ব্যয়বহুল জায়গা। আমরা মাত্র দুই তারকাকে নিয়ে গানটির শুটিং করেছিলাম, অথচ খরচ হয়েছিল প্রায় সাত কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।’

আইসল্যান্ডের দক্ষিণ উপকূল, রেইনিসফজারা বিচ, ভেস্ত্রাহর্ন পর্বত আর আগ্নেয়গিরির পটভূমিতে গানে ধরা পড়ে অনন্য ভিজ্যুয়াল সৌন্দর্য। তবে শুটিং ছিল কঠিন। কাজল স্মৃতিচারণা করে বলেছিলেন, ‘তিনটি জ্যাকেট ও হুডি পরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। ঠান্ডায় ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, লিপসিঙ্ক করা যাচ্ছিল না।’ শাহরুখ খান যোগ করেছিলেন, ‘আমরা বরফখণ্ডের ওপর শুট করছিলাম, সেখান থেকে যেন পিছলে না যাই, সে জন্য আমাদের বেঁধে রাখা হয়েছিল।’

অন্যদিকে ‘বিজলি’ সিনেমার প্রচারে আইসল্যান্ডে দৃশ্যায়নের তথ্য খুবই উল্লেখযোগ্যভাবে সামনে আনা হয়। কোন তিনটি কারণে ছবিটা দেখা উচিত?— এমন প্রশ্নে এক সাক্ষাৎকার প্রযোজক ও নায়িকা ববি বলেন, ‘এ ডিজিটাল যুগে একজন দর্শক হাতে থাকা মোবাইল ফোন দিয়ে হলিউড-বলিউডের ছবি-সবকিছুই দেখতে পারছেন। তাদের আটকানোও যাবে না। আমি বলতে পারি, আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গর্ব করতে পারি-এমন ছবি বানানোর চেষ্টা করেছি। চারটি দেশে শুটিং হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবির শুটিং আইসল্যান্ডে হয়েছে। অনেক সুন্দর লোকেশন। এটা মানুষের ভালো লাগবে। তা ছাড়া, গল্পটা অনেক সুন্দর। কেউ বলতে পারবে না কারিগরি মানের কারণে এটা বাইরের কোনো গল্প থেকে নেওয়া, এটা একদমই বাংলাদেশের গল্পের ছবি। এরপর হলো, ভালো ভালো গুণী আর্টিস্ট কাজ করেছেন।’

উল্লেখ্য যে বাংলা সিনেমায় অনেক কিছু ঘটা করে জানানো হলেও খুব কম ক্ষেত্রে বাজেট ও আয়ের তথ্য মেলে। তবে ইন্ডাস্ট্রির অবস্থা বিবেচনায় যেকোনো সময়ের তুলনায় ‘বিজলি’র গানটির জন্য বেশিই খরচ হয়েছে এবং সিনেমাটি লগ্নি তুলে আনতে পারেনি। দ্বিতীয় কিস্তি নির্মাণের কথা থাকলে ২০১৮ সালে এপ্রিলে মুক্তি পাওয়া ‘বিজলি’র নতুন কোনো খবর নেই। এমনকি ইন্ডাস্ট্রি থেকে এক প্রকার উধাও হয়ে গেছেন পরিচালক ইফতেখার চৌধুরী ও নায়িকা ববি।


Leave a reply