Select Page

শিকারি আবারো ঝামেলার শিকার

শিকারি আবারো ঝামেলার শিকার

shikari

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’। এই ছবির শুটিংয়ের জন্য প্রায় এক মাস ধরে ভারতে আছেন শাকিব খান। নায়িকা টালিগঞ্জের শ্রাবন্তী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বোলপুরে শুটিং চলাকালে ছবিটির শুটিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কারস অব ইস্টার্ন ইন্ডিয়া [এফসিটিডাব্লিউআই]। নিষেধাজ্ঞার কারণে পূর্বনির্ধারিত দুটি শিডিউলে শুটিং করতে পারেনি ইউনিট।

এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা বলেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক অপর্ণা ঘটকের স্বামী পিন্টু ঘটকের সংস্থা থেকে নৃত্যশিল্পী না নেওয়ার কারণে এই নিষেধাজ্ঞা। পরে বিষয়টির নিষ্পত্তি হয়। কিন্তু ২৮ এপ্রিল শুটিং চলাকালে পুনরায় শুটিং বন্ধের নির্দেশ আসে সংস্থাটি থেকে।

তবে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘শুটিং শুরুর ১৫ দিন আগে অনুমতি নিতে হয়। এসকে মুভিজ শুটিংয়ের অনুমতি নেয়নি, সে কারণেই এ নিষেধাজ্ঞা।’

এর আগে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ও ফেডারেশনের নিষেধাজ্ঞার কবলে পড়েছিল। সর্বশেষ খবর, এখনো বন্ধ রয়েছে ‘শিকারি’র শুটিং।

সূত্র : কালের কণ্ঠ

 


১ টি মন্তব্য

মন্তব্য করুন