Select Page

শিল্পী সমিতির নির্বাচন করবেন না শাকিব

শিল্পী সমিতির নির্বাচন করবেন না শাকিব

shakib-Khan

তিন মাস পরেই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরই মধ্যে প্রস্তুত হচ্ছেন অভিনয়শিল্পীরা। পরপর দুবার সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিব খান

এবার আর নির্বাচন করবেন না, তার পক্ষে ওমর সানীকে এই পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছেন।

‘শিকারি’র প্রচারণায় শাকিব এখন কলকাতায়। সেখান থেকে ফোনে কালের কণ্ঠকে বলেন, ‘সানী ভাই দক্ষ মানুষ। এর আগে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আমি চাই তিনি সভাপতি হন।’

শাকিবের সমর্থন পেয়ে খুশি সানী। তিনি বলেন, ‘শাকিব আমার ছোট ভাই। তার কথা রাখতে হবে। এই পদে প্রার্থী হতে আমার কোনো আপত্তি নেই।’

শেষ পর্যন্ত সানী সভাপতি প্রার্থী হলে তাঁর প্রতিদ্বন্দ্বী হবেন রুবেল


মন্তব্য করুন