Select Page

শুক্রবার বগুড়ায় চালু হচ্ছে দেশের সপ্তম মাল্টিপ্লেক্স

শুক্রবার বগুড়ায় চালু হচ্ছে দেশের সপ্তম মাল্টিপ্লেক্স

অনেক দিন ধরে আলোচনায় থাকা বগুড়ার মধুবন সিনেপ্লেক্স অবশেষে চালু হতে যাচ্ছে। এটি ঢাকার বাইরে দ্বিতীয়, উত্তরবঙ্গে প্রথম ও দেশের সপ্তম মাল্টিপ্লেক্স হিসেবে দর্শকের সামনে হাজির হচ্ছে।

জানা গেছে, ১৫ অক্টোবর আমদানিকৃত ভারতীয় চলচ্চিত্র ‘বাজী’ প্রদর্শনের মাধ্যমে এই মাল্টিপ্লেক্সটি যাত্রা শুরু করতে যাচ্ছে।

বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হলিউডের চলচ্চিত্র এই সিনেমাহলে প্রদর্শন করা হবে। আপাতত একটি স্ক্রিন নিয়ে মাল্টিপ্লেক্সটি চালু হবে, পরবর্তীতে দর্শক সমাগম বাড়লে একাধিক স্ক্রিন একসাথে চলবে।

চালু হতে যাওয়া স্ক্রিনে মোট ৩৩৬টি আসন রয়েছে। যার টিকেটমূল্য নির্ধারণ করা হয়েছে পজিশনভেদে ১০০ টাকা, ২০০ টাকা ও ৩০০ টাকা। খুব শিগগিরই ই-টিকিটিং চালু করা হবে। নিচতলায় রাখা হয়েছে ফুডকোর্ট, আর উপরতলায় সিনেমাহল।

২০১৯ সালের ঈদে চালুর কথা ছিল মধুবন সিনেপ্লেক্সের। ওই বছর আর কাজ শেষ হয়নি। পরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মধুবনের নির্মাণ বন্ধ হয়ে যায়।

মূলত একই নামের পুরোনো প্রেক্ষাগৃহ সংস্করণ করে চালু হচ্ছে এ মাল্টিপ্লেক্স। ১৯৬৯ সালে মধুবন সিনেমা হলের ভিত্তি স্থাপন হলেও দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে চালু হয় এটি। ৮০-৯০ এর দশকে সিনেমার রমরমা ব্যবসা হতো। তবে ধীরে ধীরে মানুষ হল বিমুখ হয়। সর্বশেষ ‘ঢাকা অ্যাটাক’ প্রদর্শনের পর মধুবন সিনেমা হলটি আধুনিকভাবে সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয়।

এ দিকে আগামী বছর নাগাদ বগুড়ায় আরও একটি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সের রাজধানীর বাইরের প্রথম আউটলেটটির ঘোষণা এসেছে কয়েকদিন আগে।


মন্তব্য করুন