Select Page

শুধুই নায়ক

শুধুই নায়ক

IMG_9646-789x526

এখন থেকে শুধু নায়ক চরিত্রে অভিনয় করবেন ওমর সানি। বেশ কয়েকটি চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে অভিনয় করার পর এ সিদ্ধান্ত নিলেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে এমনটাই বললেন।

তিনি বিডিনিউজ২৪-কে বলেন, ‌’তথাকথিত খলচরিত্রে অভিনয় করব না কখনও। যদি কোনো পরিচালক অন্যরকম গল্প নিয়ে হাজির হয়, যেখানে খলচরিত্রকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় তবে আমি সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারি।’

বর্তমানে তিনি বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘শতরূপে শতবার’, ‘বুলেট বাবু’, ‘মার ছক্কা’, ‘লিডার’, ‘মিয়া বিবি রাজি’ ও ‘লাল সবুজের সুর’।


মন্তব্য করুন