Select Page

শুধু তাসকিনই নন, রাজের সিনেমায় আছেন শুভ

শুধু তাসকিনই নন, রাজের সিনেমায় আছেন শুভ

সম্প্রতি নতুন সিনেমা ‘যদি একদিন’র ঘোষণা দিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ঘোষণাকালে জানিয়েছেন অভিনয়শিল্পী তালিকায় চমক থাকছে। সেই চমকের খানিকটা জানালেন কয়েকদিন আগে।

‘যদি একদিন’-এ নায়ক হিসেবে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’র সুপার ভিলেন তাসকিন রহমানকে। এবার শোনা যাচ্ছে, আরো চমকের কথা!

সিনেমাটিতে অভিনয় করছেন আরিফিন শুভ। অবশ্য রাজের সাথে শুভ’র রসায়ন নতুন নয়। এর আগে ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’য় এক হয়েছিলেন তারা।

এবার ‌‘যদি একদিন’-এও অভিনয় করছেন শুভ। তবে নায়ক-পরিচালক দুজনই এ নিয়ে মুখ খুলতে নারাজ।

জানা যায়, সিনেমাটিতে একদম ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে শুভকে। এমনটা আগে কখনো দেখা যায়নি।

সিনেমাটির শুটিং শুরু হবে ৫ জানুয়ারি। তার আগে আগেই কাস্টিং-এর চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানা গেছে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজনায় ‘যদি একদিন’ নির্মিত হচ্ছে।


মন্তব্য করুন