Select Page

শুভশ্রীর পর সরছেন শুভ

শুভশ্রীর পর সরছেন শুভ

কয়েকদিন আগে শুভশ্রী গাঙ্গুলি জানান, শাকিব খানের সঙ্গে ‘চালবাজ’-এর কারণে ‘ওলট পালট’ করছেন না তিনি। এবার সরছেন আরিফিন শুভ।

এ ছবির জন্য ২২ মে কলকাতা গেছেন এ অভিনেতা। সেখানকার  রবি কিনাগির পরিচালনায় ‘ওলট পালট’-এর জন্য সোমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল তার।

এ প্রসঙ্গে তিনি কলকাতা থেকে মানবজমিনকে মুঠোফোনে বলেন, ‘আগামীকাল (আজ) থেকে কলকাতায় নতুন এ ছবির কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ছবির শুটিংয়ের তারিখ পিছিয়ে জুলাইয়ে নেয়া হয়েছে। এখানে আমার টানা একমাস শুটিং করার কথা ছিল। মনে হয় ছবিটা আমার আর করা হচ্ছে না। কারণ, এর জন্য নতুন করে আর তারিখ মেলানো যাবে না।’

ছবিতে সোহম, মিম, পিয়া বিপাশা, রোশান, যিশু, তনুশ্রীসহ বেশ কিছু তারকা রয়েছেন। যৌথ প্রযোজনায় এ ছবি নির্মাণ করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের কলকাতার গ্রিনটাচ এন্টারটেইনমেন্ট।


মন্তব্য করুন