Select Page

শুরু হচ্ছে ‘শেষ প্রহর’

শুরু হচ্ছে ‘শেষ প্রহর’

pic-09_273623

বাংলাদেশ-ভারত ছিটমহল সমস্যা নিয়ে ছবি নির্মাণ করছেন পরিচালক হাবিবুর রহমান হাবিব। ‘শেষ প্রহর’ নামের এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শিমুল খান, মৌসুমী হামিদজান্নাতুল ফেরদৌস পিয়া। অক্টোবরে সিনেমাটির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে।

হাবিবুর রহমান হাবিব পরিচালিত প্রথম ছবি ‘রূপগাওয়াল’ মুক্তি পায় ২০১৩ সালে। এবার ছিটমহলবাসীদের দুঃখ-দুর্দশা বড় পর্দায় ফুটিয়ে তুলবেন তরুণ এ নির্মাতা। ‘শেষ প্রহর’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ‘শেষ প্রহর’ ছবি প্রসঙ্গে শিমুল খান প্রথম আলোকে বলেন, ‘এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এর কাহিনি আবর্তিত হয়েছে। ছবিটিতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মৌসুমী হামিদ। আর আমার বিধবা বোনের চরিত্রটি করবেন জান্নাতুল ফেরদৌস পিয়া।’

এ দিকে ২ নভেম্বর থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন মৌসুমী হামিদ। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমি সব সময় গল্পনির্ভর ছবিতে কাজ করতে আগ্রহী। ছিটমহল নিয়ে ছবিটি নির্মিত হবে শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়েছি। এর মধ্যে পরিচালক গল্প লেখার কাজ শেষ করেছেন। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।’

 

 

 


মন্তব্য করুন