Select Page

শুরু হল বাজে ছেলের শ্যুটিং

শুরু হল বাজে ছেলের শ্যুটিং

unnamed (1)গত শুক্রবার থেকে শুরু হয়েছে যুগল পরিচালক সোহেল বাবু পরিচালিত নতুন ছবি বাজে ছেলে – দ্য লোফার এর শুট্যিং। এই ছবিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী

তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন তিনজন। এরা হচ্ছেন- আরশি খান, দীপালি ও বিপাশা কবির

ইস্টার্ন মোশন পিকচার্স এবং কালার ফ্রেমের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে ‘বাজে ছেলে’ (লোফার)। ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, ডিজে সোহেল, শিবা শানু ও মিশা সওদাগরসহ অনেকেই।

মনিরুল ইসলাম সোহেলের মূল ভাবনায় ছবির কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, সংগীত পরিচালনায় শওকত আলী ইমন ও আহমেদ হুমায়ূন, চিত্রগ্রহণে সাইদুজ্জামান।

যুগল পরিচালক সোহেল-বাবু জানান, অন্যরকম একটি গল্প নিয়ে ‘বাজে ছেলে’ (লোফার) নির্মাণ হচ্ছে। গল্পে অনেক চমক রয়েছে। আমরা দর্শকদের একটা ভাল ছবি উপহার দিতে পারব বলে আশা করছি।


মন্তব্য করুন