Select Page

শেষ সিনেমার ট্রেলারেই নেই ফরীদি!

শেষ সিনেমার ট্রেলারেই নেই ফরীদি!

humaiyun-faridi

সিনেমার নাম ‘এক জবানের জমিদার হেরে গেলেন এবার’। এর গল্প গড়ে উঠেছে একজন জমিদারকে ঘিরে। যিনি কিনা অন্যকে দেওয়া কথা রাখতে গিয়ে নিজের সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান। আর এই ভূমিকায় অভিনয় করেছেন হুমায়ূন ফরীদি

এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু বিপত্তি ঘটল ‘এক জবানের জমিদার হেরে গেলেন এবার’র ট্রেলার মুক্তির পর। ভিডিওতে ফরীদির নামগন্ধও নেই।

উল্টো ট্রেলারটিতে প্রথমে পরিচয় করিয়ে দেওয়া হয় নাসরিন ও কাবিলাকে। অর্থাৎ তাদের সিনেমাটির প্রধান আকর্ষণ মনে করছেন প্রযোজক। এরপর একে একে দেখা যায় ওমর সানি, মিজু আহমেদ, নায়িকা চাঁদনী ও আমির খানকে।

কিন্তু গণমাধ্যমগুলোর চরিত্র উল্টো। তারা প্রচার করছে হুমায়ূন ফরীদির শেষ সিনেমা। অথচ খোদ প্রযোজনা প্রতিষ্ঠানই মনে করছে এমন প্রচারে দর্শক টানবে না।

উত্তম আকাশ পরিচালিত ‘এক জবানের জমিদার হেরে গেলেন এবার’ ২৬ আগস্ট ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

২০০৯ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। ২০১০ সালে সিনেমাটির শুটিং শেষ হয়। প্রযোজকের মৃত্যুর কারণে সিনেমাটি এতোদিন মুক্তি পায়নি। সিনেমাটি প্রযোজনা করছে মেসার্স এন.এস. ইন্টারন্যাশনাল।

২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান ফরীদি। তার মৃত্যুর চার বছর পর প্রেক্ষাগৃহে আসছে ‘এক জবানের জমিদার হেরে গেলেন এবার’।


Leave a reply