Select Page

শেষ হচ্ছে ‘সত্তা’

শেষ হচ্ছে ‘সত্তা’

sotta-shakib-paoli

শাকিব খানের বিপরীতে ‘সত্তা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী পাওলি দাম। এ ছবির জন্য চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো ঢাকা আসেন পাওলি।  শোনা গিয়েছিল, তখনই দৃশ্যায়ন শেষ হয়ে যাবে। কিন্তু তা হয়নি।

কিছু জটিলতার কারণে একটি গান ও শাকিবের কিছু দৃশ্যায়ন বাকি থেকে যায়। ২৫ জুন থেকে এফডিসিতে চলছে শাকিবের অংশের শুটিং। ঈদের পর হবে গানটির দৃশ্যায়ন।

‘সত্তা’র কাহিনী লিখেছেন সোহানী হোসেন। পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল

সিনেমাটির শুটিং শুরু হয় বছর দুয়েক আগে। পাওলি দুই দফায় শুটিংয়ে অংশ নেন। মূলত শাকিব-পাওলির শিডিউল জটিলতার কারণে আটকে যায় ‘সত্তা’।

এরই মধ্যে সিনেমাটিতে মমতাজ ও জেমসের গাওয়া দুটি গান দর্শকরা পছন্দ করেছেন। সর্বশেষ বৈশাখে এ ছবির টিজার প্রকাশ হয়।

‘সত্তা’য় আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কাবিলা, নাসরিন, ডন প্রমুখ।


মন্তব্য করুন