Select Page

শেষ হলো রবি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

১ আগস্ট হয়ে গেল মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড নিবেদিত রবি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী। উৎসবে ফেসবুকের মাধ্যমে তরুন নির্মাতারা অংশগ্রহন করেছিলেন।
উৎসবে বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছে ক্যাননের সেভেন ডি হাই-ইন্ড ডিএসএলআর ক্যামেরা।

মে মাসে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে প্রায় দুইশয়ের বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। যত খুশি লাইক পেতে ২০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো পর্যালোচনার পর আপলোড করা হয়।

ফেসবুক লাইকের পাশাপাশি বিজ্ঞাপননির্মাতা অমিতাভ রেজার নেতৃত্বে গঠিত একটি বিচারক পর্ষদ শীর্ষ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মনোনীত করেন।

সমাপনী অনুষ্ঠানে শীর্ষ ১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। শব্দশৈলী, চিত্রগ্রহণ, সম্পাদনা ও কাহিনীর ভিত্তিতে শীর্ষ দশের মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের মিথোনোমিয়া দল। অন্যদিকে ফেসবুকে সর্বোচ্চ লাইক পেয়ে পিপলস চয়েস নির্বাচিত হয়েছে ড্রিমরোড দলটি তাদের ‘পার্থিব’ চলচ্চিত্রের জন্য।

সুত্র: কালের কন্ঠ

 


মন্তব্য করুন