Select Page

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ শুরু

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ শুরু

১৭ বছর আগে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি। রিয়াজ-শাবনুর অভিনীত সিনেমাটি সেই সময় সুপার ডুপার হিট হয়েছিল।

এর পরে অনেক সময় গড়িয়েছে। গত বছরের শেষের দিকে দেবাশীষ ঘোষণা দেন এই ছবির সিকুয়্যাল বানাবেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর নায়ক-নায়িকা হিসেবে দেবাশীষ বেছে নেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাসকে।

জাগো নিউজ জানায়, সব অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর শুটিং। রোববার দুপুরে রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে ছবিটির মহরত হয়। এরপরই শুটিং শুরু করেন নির্মাতা। শুরুর দিনেই শুটিংয়ে অংশ নিয়েছেন বাপ্পী। আরও কয়েক দিন পরে শুটিংয়ে অংশ নিবেন অপু বিশ্বাস।

দেবাশীষ বিশ্বাস বলেন,‘একশত ভাগ দেশের সিনেমা হবে এটি, তাই পুরো ছবির শুটিং দেশেই করবো। আমাদের দেশের তারকাদের নিয়ে দেশের বিভিন্ন মনোরম লোকেশনেই শুটিং শেষ করবো। আমার বিশ্বাস শ্বশুর বাড়ি জিন্দাবাদ যেভাবে মানুষের মন জয় করেছেন, ছবিটির সিকুয়্যালও সবাইকে মুগ্ধ করবে।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমা প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন