Select Page

শ্রাবন্তী ও মিমির বিপরীতে শুভ

শ্রাবন্তী ও মিমির বিপরীতে শুভ

আরিফিন শুভ অভিনীত ১৩টি সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমায় ১১ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটাকে রেকর্ডও বলা যায়। এবার অভিনয় করতে যাচ্ছে ভারতীয় তারকাদের বিপরীতে।

শোনা যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামালের রাজের ‘তুমি যে আমার’-এ অভিনয় করতে যাচ্ছেন শুভ। আরটিভি প্রযোজিত সিনেমাটিতে তার নায়িকা হতে পারেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেপাড়ায় এমন গুঞ্জন থাকলেও এখনো সিনেমাটির নায়ক বা নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি।

এদিকে ইতোমধ্যে সবাই জেনে গেছেন, নায়ক আলমগীরের পরিচালনার কামব্যাক সিনেমা ‘একটি সিনেমার গল্প’-এ অভিনয় করছেন শুভ। তার বিপরীতে থাকছেন কলকাতার কোনো এক নায়িকা। গুঞ্জন উঠেছে সে নায়িকা হলেন মিমি চক্রবর্তী। যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরো অভিনয় করছেন কলকাতার প্রসেনজিৎ।

এছাড়া জাজ মাল্টিমিডিয়ার আরেকটি যৌথ প্রযোজনার সিনেমায় ভারতীয় নায়িকার বিপরীতে দেখা যেতে পারে শুভকে।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares