Select Page

ষড়যন্ত্রের শিকার ‘সাপলুডু’, অভিযোগ পরিচালকের

ষড়যন্ত্রের শিকার ‘সাপলুডু’, অভিযোগ পরিচালকের

 

দ্বিতীয় সপ্তাহে এসে প্রেক্ষাগৃহ কমলেও পরিচালক গোলাম সোহরাব দোদুল বললেন, প্রথম সপ্তাহেই হিট ‘সাপলুডু’! হল কমে যাওয়া প্রসঙ্গে জানান, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম ও জাহিদ হাসান অভিনীত ছবিটি ষড়যন্ত্রের শিকার হয়েছে।

বেশ কিছু হল হয়েও ঢাকার বাইরে যোগ হয়েছে নতুন কিছু। সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে ত্রিশটির মতো প্রেক্ষাগৃহে চলছে ‘সাপলুডু’।

চ্যানেল আই অনলাইনের কাছে নির্মাতার অভিযোগ, দ্বিতীয় সপ্তাহে এসে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ছবিটি নিয়ে যে সব হল মালিকরা দ্বিতীয় সপ্তাহে চালানোর আগ্রহ দেখিয়েছিলেন, তারা অদৃশ্য কারণে শেষ সময়ে এসে ছবিটি নেননি।

দোদুল বলেন, একটি ছবি ভাল চললে তো এটা এই ইন্ডাস্ট্রিরই লাভ। এটি নিয়ে কেন এতো রাজনীতি?

এদিকে বিভিন্ন অনলাইন গ্রুপে চলচ্চিত্র প্রেমীরা অভিযোগ করছেন, অন্য অনেক ছবির চেয়ে ভালো চলার পরেও ‘সাপলুডু’ নামিয়ে দেয়া হচ্ছে। শুধু গ্রুপে নয় ‘সাপলুডু’ নির্মাতার ইনবক্সেও এমন শত শত অভিযোগ দর্শকের।

নির্মাতার ভাষ্য, ষড়যন্ত্রের সাথে হয়তো পেরে উঠবো না। কিন্তু এও জানি ভালো ছবি থেকে দর্শককে দূরে সরানো যাবে না। কোনো না কোনোভাবে তারা ঠিকই সেটা খুঁজে নেবে। নকল ছবির যুগ শেষ, বাংলার দর্শক এখন সচেতন।

শুভকে নিয়ে বেশ কয়েকজন নির্মাতা নেতিবাচক মন্তব্যও করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রথম সপ্তাহে ‘সাপলুডু’র সেল রিপোর্ট কেমন ছিলো?- প্রশ্নে দোদুল জানান, প্রথম সপ্তাহে হলগুলো থেকে ৫৩ লাখের মতো সেল রিপোর্ট পেয়েছি। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে এই ধারাবাহিকতা বজায় থাকলে আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে।
ডিজিটাল সত্ব, টেলিভিশন সত্ব, টাইটেল স্পন্সর-এর হিসেবে বাদ দিয়ে শুধুমাত্র প্রেক্ষাগৃহ থেকে এই আয়কে ‘বেশ ভাল’ বলছেন নির্মাতা।

প্রথম সপ্তাহে ‘সাপলুডু’ নিয়ে মানুষের যে জোয়ার দেখেছেন, এটি যে কোনো নির্মাতার জন্য অভিভূত হওয়ার মতো, বলছিলেন দোদুল।


মন্তব্য করুন