Select Page

সংক্ষিপ্ত রিভিউ: তাকদীর

সংক্ষিপ্ত রিভিউ: তাকদীর

তাকদীর ওয়েব সিরিজটা দেখে ফেললাম। যারা দেখেনি তাদের জন্য একটা রিভিউ-

যা ভালো লেগেছে:

১। প্রতিটা পর্বই এডভেঞ্চার টাইপের ছিল।
২। গল্পে নতুনত্ব ছিল। কোনো কিছু দেখেই একঘেঁয়েমি লাগেনি।

যা ভালো লাগেনি:
১। চঞ্চল চোধুরীর লাশ নিয়ে পালিয়ে বেড়ানোটা খুব একটা যৌক্তিক ছিলনা। শুরুতেই মনে হচ্ছিলো যে সে পুলিশে কেন খবর দিলোনা?
২। লাশ নিয়ে ঘটা ঘটনাগুলো অনেকটা জোর করেই ঘটানো হয়েছে বলে মনে হচ্ছিল। যে মেমরি কার্ড খুঁজতে লাশ নিয়ে যে কাহিনী করা হলো সেটা অনেকটা মশা মারতে কামান দাগার মত। ঘটনা আরো সরলভাবে হতে পারতো।
৩। বহুল প্রতীক্ষিত সেই মেমরি কার্ড কীই বা সমাধান দিল সেটাও পরিষ্কার না।
৪। সংলাপে চলিত ভাষার প্রয়োগ ভালো লাগেনি।
আট পর্বের সিরিজটা শুরু করলে শেষ পর্যন্ত দেখার একটা উত্তেজনা থাকবে। তিনটা ঘন্টা দর্শক ধরে রাখার সবই আছে এতে।


মন্তব্য করুন