Select Page

সংসার নাকি অসুস্থতা— কার জন্য ছাড়ছেন দুই সিনেমা?

সংসার নাকি অসুস্থতা— কার জন্য ছাড়ছেন দুই সিনেমা?

অপু বিশ্বাস। দুই বছর মাতৃত্বজনিত কারণে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। সম্প্রতি তিনি ‘কানা গলি’ ও ‘কাঙ্গাল’ নামে দুইটি সিনেমায় কাজ করার ঘোষণা দেন। এরই মধ্যে ‘কাঙ্গাল’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। শুটিংয়ের তারিখও ঠিক করা হয়েছে। এর মধ্যে জানালেন আপাতত সিনে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না।

১৬ নভেম্বর রাতে বাথরুমে পা পিছলে পড়ে যান অপু বিশ্বাস। এতে সিজারের সময় করা সেলাই ফেটে রক্ত বের হয়। প্রাথমিকভাবে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন এবং উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সকালে কলকাতায় পৌঁছান অপু। সেখানে চিকিৎসা শেষে গত শনিবার ঢাকায় ফেরেন তিনি। চিকিৎসকরা তাকে ৩-৪ মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এদিকে ঢালিউডে কান পাতলেই শোনা যাচ্ছে শাকিব খান-অপু বিশ্বাসের ডিভোর্সের গুজব। এরই মাঝে ছেলে আব্রাম খান জয়কে বাসায় রেখে কলকাতায় যাওয়ায় এক দফা মিডিয়া ট্রায়াল করিয়েছেন স্বামী শাকিব। ধারণা করা হচ্ছে, শাকিব চান না অপু সিনেমায় থাকুন! তবে এ বিষয়ে কিছু বলছেন না নায়িকা।

বদিউল আলম খোকন পরিচালিত ‘কাঙ্গাল’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল ডিএ তায়েব ও বাপ্পি চৌধুরীর। এদিকে রবিন খান পরিচালিত ‘কানা গলি’ সিনেমায় অপুর বিপরীতে চিত্রনায়ক কাজী মারুফের অভিনয় করার কথা শোনা যাচ্ছে।

 

 


মন্তব্য করুন