Select Page

সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমায় নায়ক-প্রযোজক জিৎ

সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমায় নায়ক-প্রযোজক জিৎ

বেশ আগেই সিয়াম আহমেদ ও পরী মনিকে নিয়ে ‘বায়োপিক’ নামের সিনেমার ঘোষণা দেন সঞ্জয় সমদ্দার। সেই ছবির কোনো আপডেট না থাকলেও বশ কয়েকবার ঢাকা-কলকাতার তারকাদের নিয়ে ছবি করছেন বলে খবর আসে। এবার সেই খবর নিশ্চিত করলেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ।

এ নায়ক তার জন্মদিন উপলক্ষে নতুন ছবির ঘোষণা দিয়েছেন, নাম ‘মানুষ’। পরিচালনা করবেন সঞ্জয় সমদ্দার।

এ পরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন, জিৎ দাদা নিজেই এই ছবি প্রযোজনা করবেন। আগামী বছর ঈদুল আযহায় মুক্তি টার্গেট করে ‘মানুষ’ তৈরি হবে। ডিসেম্বরেই শুটিংয়ে নামার প্ল্যান আছে।

‘মানুষ’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। বাংলাদেশেও মুক্তি পাবে সেটি চূড়ান্ত করেননি সঞ্জয়। বলেন, একবছর আগে ঢাকা থেকে কলকাতায় এসে একটি ইভেন্টে তার (জিৎ) সঙ্গে পরিচয় হয়। জানাই, আপনাকে একটি গল্প শোনাতে চাই। তিনি আমাকে পরে সময় দেন। সবকিছু শুনে পছন্দ করেন। গল্প, চিত্রনাট্য এবং প্ল্যান শুনে বেশী ইমপ্রেসড হয়েছিলেন। আমাকে কলকাতায় ডাকেন। পরে নিজে প্রযোজক হয়েছেন।

সঞ্জয় সমদ্দার বলেন, পশ্চিমবঙ্গে জিৎ দাদা সুপারস্টার। বাংলাদেশ থেকে এসে তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে লাকি ফিল করছি। পরিচালক হিসেবে দেশকে রিপ্রেজেন্ট করার বড় দায়িত্ব এটি। আমার কাজটি দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। কলকাতায় এই কাজটি শেষ করে মার্চ এপ্রিলে বাংলাদেশে নতুন ছবি শুরু করবো।

‘মানুষ’ ছবির নায়িকা কে হবেন সেটি এখনও ঠিক হয়নি বলে জানান সঞ্জয়।

ফেইথ, ফাইট এবং রিয়েলিটি এই তিনটি বিষয়ই উঠে আসবে ‘মানুষ’ ছবিতে।

গত চার বছরে বেশকিছু নাটক ও ওটিটি কনটেন্ট বানিয়ে সুনাম অর্জন করেন সঞ্জয় সমদ্দার। তার প্রশংসিত কাজগুলোর মধ্যে ‘ট্রল’, ‘গেইম ওভার’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিক্স’, ‘দাগ’ অন্যতম।


মন্তব্য করুন