Select Page

মাটির কাছাকাছি ‘সাঁতাও’ (ট্রেলার)

মাটির কাছাকাছি ‘সাঁতাও’ (ট্রেলার)

পলো দিয়ে মাছ ধরা কিংবা নৌকা বাইচ; বাংলার এমন কিছু ঐতিহ্যকে এক ঝলকের চমৎকারভাবে দেখিয়ে দিল ‘সাঁতাও’ ট্রেলার। আগামী ২৭ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচার ভিডিওটি প্রকাশ্যে এসেছে আজ সকালে।

টানা কয়েক দিনের অবিরাম বর্ষণকে রংপুর অঞ্চলে বলে ‘সাঁতাও’। ট্রেলারেও ভিন্ন ভিন্ন দৃশ্যে উঠে এসেছে বহতা নদীর শুকিয়ে যাওয়া ও বর্ষায় তুমুল বন্যায় সব ভেসে যাওয়ার দৃশ্য।

এ দৃশ্যকল্পের বাইরে দেখা যায়, উত্তরবঙ্গের এক নারীর বিয়ে, মাতৃত্বহীনতা ও গৃহপালিত পশুকে সন্তান জ্ঞান করার চিত্র।

উত্তরের তিস্তাপাড়ের মানুষের সংগ্রামী জীবন নিয়েই এ সিনেমা। আর সেখানে হয়েছে শুটিং।

আইনুন পুতুল, ফজলুল হক ও আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে সাঁতাওয়ের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

দেশের মুক্তির আগে এক বা একাধিক উৎসবে অংশ নেবে ‌‘সাঁতাও’ নির্মাতা খন্দকার সুমন জানান, ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৩তম আসরে অংশ নিচ্ছে সিনেমাটি।


মন্তব্য করুন