Select Page

‘সত্তা’য় স্বস্তি

‘সত্তা’য় স্বস্তি

Sotta (1)

তিন বছর ধরে হাসিবুর রেজা কল্লোল নির্মাণ করছেন ‘সত্তা’। শাকিব খানপাওলি দামকে মূল তারকা করে চমকে দেন তিনি। বারবার শিডিউল জটিলতা নিয়ে খবর হওয়া সিনেমাটির শুটিং শেষ হতে যাচ্ছে এবার।

কয়েক মাস আগে দৃশ্যায়ন শেষ করতে সর্বশেষ ঢাকায় এসেছিলেন পাওলি। কিন্তু ইউনিটে সমস্যার বহর দেখে নির্দিষ্ট সময়ের আগেই দেশে ফিরে যান।

এক লট শিডিউল পেলেই ছবির শুটিং শেষ হবে। অবশেষে মিলেছে শাকিব-পাওলির শিডিউল। শনিবার থেকে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং করবেন তারা।

শুক্রবার সন্ধ্যায় পাওলি কলকাতা থেকে ঢাকায় এসেছেন। এর পরপরই তারা কক্সবাজারের দিকে রওয়ানা দেন।

জানা যায়, শাকিব নিজের উদ্যোগেই ‘সত্তা’ শেষ করতে চেয়েছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘নভেম্বর থেকে নতুন কিছু ছবির শুটিং করব। তখন আর পুরনো ছবির কাজ করা সম্ভব হবে না। তাই নিজে থেকেই পাওলির সঙ্গে কথা বলে কল্লোলকে শুটিংয়ের আয়োজন করতে বলেছি। পরিচালকসহ আমরা এখন কক্সবাজারের পথে।’


মন্তব্য করুন