Select Page

সত্য ঘটনা অবলম্বনে সিয়ামের পরের সিনেমা

সত্য ঘটনা অবলম্বনে সিয়ামের পরের সিনেমা

‘পোড়ামন ২’ মুক্তির আগেই একই প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিচালক রায়হান রাফির ‘দহন’-এর জন্য নির্বাচন হন সিয়াম আহমেদ। জানা যায়, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি।

শনিবার চিত্রনাট্য হাতে পেয়েছেন টিভিপাড়ার পরিচিত এ মুখ। এরপর থেকেই নিজের মধ্যে ছবির গল্প ও চিত্রনাট্য গেঁথে ফেলার চেষ্টা করছেন।

তিনি জানান, ‘দহন’-এর গল্প বাংলাদেশে ঘটে যাওয়া একটি বড় ঘটনাকে কেন্দ্র করে। তবে কোন ঘটনা সেটা এখনই জানাতে চান না। পোড়ামন ২ ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, ‘দহন’ ছবিতে অভিনয় করবেন ঠিক উল্টো চরিত্রে। এর গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

চ্যানেল আই অনলাইনকে সিয়াম বলেন, ‘আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবির শুটিং হবে। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছে।’

আরো বলেন, ‘দহন ছবির গল্পে চমক থাকবে। কারণ এখানে দেশপ্রেম আর রোমান্টিকতা একসঙ্গে দেখানো হবে। দেশপ্রেমও থাকবে, আর কাপলের মধ্যে প্রেম-ভালবাসা ফুটে উঠবে।

‘দহন’-এও সিয়ামের নায়িকা পূজা চেরি, যিনি ‘পোড়ামন ২’ ছাড়া যৌথ প্রযোজনার নির্মিত ‘নূর জাহান’ ছবিতে অভিনয় করেছেন।

এদিকে সিয়াম বর্তমান করছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়া’র শুটিং।


মন্তব্য করুন