Select Page

সনি-স্টার সিনেপ্লেক্স চালু হচ্ছে ফেব্রুয়ারিতে

সনি-স্টার সিনেপ্লেক্স চালু হচ্ছে ফেব্রুয়ারিতে

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। সেই মতে, মিরপুরের ঐতিহ্যবাহি সনি সিনেমা হল ১৫ বছরের জন্য ভাড়া নেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এর এক বছর পর সামনের ফেব্রুয়ারি থেকে সেখানে চালু হতে যাচ্ছে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

এ দিকে সনি’র কর্ণধার মো. হোসেন চ্যানেল বলেন, পুরোদমে কাজ চলছে। যতদ্রুত সম্ভব চালুর জন্য কাজ করছি। এখানে মোট তিনটি স্ক্রিন থাকবে। আসন সংখ্যা থাকবে ৪০০, ২৫০, ১৫০ (মোট ৮০০)। সিনেপ্লেক্সের অন্যান্য শাখার মতো নয়, মিরপুর অঞ্চলের কথা বিবেচনা করে টিকেটের মূল্য নির্ধারণ হবে।

আধুনিক মাল্টিপ্লেক্স নির্মাণের কাজ শেষের দিকে। সিনেপ্লেক্সের সঙ্গে নামীদামী পোশাকের ব্যান্ড, খাবার ব্রান্ডের দোকান, জিম সেন্টার, শিশুদের বিনোদন কেন্দ্র রেখে ‘সনি স্কয়ার’ ইতোমধ্যেই গড়ে উঠছে।

৬টি স্ক্রিন নিয়ে রাজধানীর বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সের পর ধানমন্ডির সীমান্ত সম্ভারে ৩টি স্ক্রিন, মহাখালীর এসকেএস টাউয়ারে ৩টি স্ক্রিনসহ বর্তমানে মোট ১২টি স্ক্রিন নিয়ে চলছে স্টার সিনেপ্লেক্স। মিরপুর অঞ্চলে আরও ৩টি স্ক্রিন নিয়ে চালু হলেই ফেব্রুয়ারি থেকে ঢাকায় মোট ১৫টি স্ক্রিন থাকবে স্টার সিনেপ্লেক্সের।

কর্ণধার মাহবুবুর রহমান রুহেল আগেই ঘোষণা দিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থানে কয়েক বছরের মধ্যে একযোগে ১০০ সিনেপ্লেক্স চালু রাখবে সিনেপ্লেক্স।


মন্তব্য করুন