Select Page

সপ্তাহটা অচেনা হৃদয়ের (হল লিস্টসহ)

সপ্তাহটা অচেনা হৃদয়ের (হল লিস্টসহ)

safe_image.php_6

মাত্র একটি সিনেমা মুক্তি পেল মে মাসের চতুর্থ শুক্রবারে। সারাদেশের ৩৭টি প্রেক্ষাগৃহে দেখা যাবে নতুন পরিচালক এস আই খানেরঅচেনা হৃদয়’।

রোমান্টিক-অ্যাকশনধর্মী ছবিটি নির্মিত হয়েছে নতুন প্রযোজনা সংস্থা ফিল্ম লাইট প্রোডাকশনের ব্যানারে।

এনায়েত আকবর মিলন নিবেদিত ও আসিফ আকবর প্রযোজিত ‘অচেনা হৃদয়’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ, নবাগত সুমন, শর্মিলী আহমেদ, রেহানা জলি, টাইগার রবি এবং একটি বিশেষ চরিত্রে ইমন

এসআই খান বলেন, অনেক যত্ন নিয়ে আমার প্রথম ছবিটি নির্মাণ করেছি। স্বপ্ন ছিল পরিচালক হবো, ভাল ছবি নির্মাণ করবো। ‘অচেনা হৃদয়’ অবশ্যই একটি ভাল ছবি হয়েছে। আমার বিশ্বাস ছবিটি দর্শকদের ভাল লাগবে।

যে সব সিনেমা হলে ‘অচেনা হৃদয়’ চলবে—

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, জোনাকী, আনন্দ, শ্যামলী, এশিয়া, পূরবী, সেনা অডিটরিয়াম, পুনম ও মতিমহল। ঢাকার বাইরে : চম্পাকলি-টঙ্গী, চাঁদমহল-কাঁচপুর, চন্দনা-জয়দেবপুর, আশা-নারায়ণগঞ্জ, চন্দ্রিমা-শ্রীপুর, নবীন-মানিকগঞ্জ, শঙ্খ-খুলনা, চিত্রালী-খুলনা, শাপলা-রংপুর, বীণা-পাবনা, গৌরী-শাহজাদপুর, উপহার-রাজশাহী, তাজ-নওগাঁ, বলাকা-ঠাকুরগাঁও, বনানী-কুষ্টিয়া, কেয়া-টাঙ্গাইল, মাধবী-মধুপুর, পূরবী-ময়মনসিংহ, সাগর-কালিয়াকৈর, মানসী-কিশোরগঞ্জ, মুন-হোমনা, মধুমতি-ভৈরব, মৌসুমী-সিরাজগঞ্জ, রজনীগন্ধা-চালা, মনোয়ারা-জামালপুর ও হীরামন-নেত্রকোণা।


মন্তব্য করুন