Select Page

‘সফল যৌথ প্রযোজনার উদাহরণ খুব কম’

‘সফল যৌথ প্রযোজনার উদাহরণ খুব কম’

joya-ahsan

ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনা নিয়ে ইদানিং বিস্তর আলাপ হচ্ছে। এ প্রসঙ্গে জয়া আহসান জানালেন, দুই দেশের দর্শক রুচিতে পার্থক্য আছে। সফল যৌথ প্রযোজনার উদাহরণও খুব কম।

কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে জয়াকে প্রশ্ন করা হয়— এখন যৌথ প্রযোজনার ছবির জোয়ার। আপনার কী মতামত? উত্তর তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার ব্যাপারটা ঠিক বুঝি না। দুই দেশের দর্শকরুচিতে বিস্তর ফাঁক। কলকাতায় যে ছবি হিট করে সেটা ঢাকায় অনেকেই দেখে না। আবার ঢাকার হিট ছবি কলকাতায় দেখে না। শিবপ্রসাদ, সৃজিত ওদের ছবি এখানে মেইনস্ট্রিম ছবির মতো চলে। কিন্তু সেগুলো বাংলাদেশের সিনেমা হলে চলবে কি না সেটা নিয়ে অনেকের সন্দেহ। দুই বাংলাতেই সফল—এমন যৌথ প্রযোজনার উদাহরণ খুব কম।’

সস্প্রতি পরিচালক হিসেবে সরকারি অনুদান পেয়েছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে বলেন, “ব্যাপারটা আমার জন্য একটু অস্বস্তিকর। ‘দেবী’ ছবিটি আমি পরিচালনা করছি না। যদিও প্রস্তাবক হিসেবে আমার নামটা ছিল। এ কারণেই ভুল বোঝাবুঝিটা হয়েছে। আমি ‘দেবী’ প্রযোজনা করছিভ”

হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস বেছে নেওয়ার বিষয়ে জানান, “হুমায়ূন আহমেদের প্রথম দিকের গল্প। সেই ছোটবেলায় পড়েছি। তখন একটা ভালোলাগা কাজ করত। হুমায়ূন আহমেদের ক্ল্যাসিক গল্পগুলোর এটি একটি। সে কারণেই ‘দেবী’।”


মন্তব্য করুন