Select Page

সম্পাদনার টেবিলে ‘পদ্ম পাতার জল’

সম্পাদনার টেবিলে ‘পদ্ম পাতার জল’

imagesলতিফুল ইসলাম শিবলীর রচনা ও তন্ময় তানসেনের পরিচালনায় নির্মানাধীন চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’-এর সম্পাদনার কাজ শুরু হয়েছে। তথ্যটি জানিয়েছেন ছবিটির নির্মাতা।

অনেকদিন ধরে ছবিটির কাজ বন্ধ আছে। এই নিয়ে সংবাদমাধ্যমে নানা গুজব শোনা যাচ্ছিল। সম্পাদনার খবর দিয়ে সে গুজবের অবসান ঘটালেন পরিচালক।

ছবির কাজ সর্ম্পকে নির্মাতা তন্ময় তানসেন জানান, ছবির ৬০ ভাগ কাজ শেষ করেছি। এর মধ্যেই গানগুলোর রাফ কাট শুরু হয়েছে। চেষ্টা করেছি একটু ভিন্ন ধরনের গল্পের সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য।

সিনেমাটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন, ইমন ও বিদ্যা সিনহা মীম। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, অমিত হাসান, লিমা রহমান প্রমুখ। ছবিটির শুটিং হয়েছে এফডিসি ও টাংগাইলের বিভিন্ন লোকেশনে।

এই ছবির গানের সংগীতায়োজন করেছেন আহম্মেদ ইমতিয়াজ বুলবুল ও অদ্বিত। আর গানগুলোতে কন্ঠ দিয়েছেন, এস আই টুটুল, অর্নব এবং ব্যান্ডদল শিরনামহীন ও চিরকুট।

ছবিটি এই বছরের শেষে মুক্তি দেওয়া পরিকল্পনা রয়েছে পরিচালকের।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares