Select Page

সম্পাদনার টেবিলে ‘পোস্টার’

সম্পাদনার টেবিলে ‘পোস্টার’

posterজহির রায়হানের গল্প অবলম্বনে নির্মিত শর্ট ফিল্ম পোস্টার এখন সম্পাদনার টেবিলে। সিনেমা পিপলস নিবেদিত ও মাহ্দী হাসানের স্ক্রিপ্ট অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন আহসিফ খান। ছবিটির চিত্রগ্রহনে ছিলেন বিদ্রোহী দীপন।

নির্মাতা সুত্রে জানা যায়, পোস্টার সম্পাদনা করছেন বাণিজ্যিক ঘারাণার সম্পাদক রাজেশ কাপুর।

পরিচালকের মতে, শর্ট ফিল্ম হলেও পোস্টার এর লুক নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেছে পুরো টিম। কোনো অংশে ছাড় দেওয়া হচ্ছে না।

তিনি আরো জানা, ইতিমধ্যে আবহ সঙ্গীত নিয়েও ভাবা হচ্ছে। এজন্য লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগের শিক্ষক ছাত্রদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে।

পোস্টার উৎসর্গ করা হচ্ছে জহির রায়হানকে।

শীগ্রই অনলাইনে ছবিটির ট্রেইলার মুক্তি পাবে।


মন্তব্য করুন