Select Page

সরিয়ে ফেলা হল ‘পরবাসিনী’ টিজার

সরিয়ে ফেলা হল ‘পরবাসিনী’ টিজার

10559689_10152166000957471_5966108597388817467_n

স্বপন আহমেদের সিনেমার প্রচারণা হয় বেশ আড়ম্বরে। অথচ কোনো ঘোষণা ছাড়াই রবিবার (২১ সেপ্টেম্বর) প্রকাশ হয় তার দ্বিতীয় চলচ্চিত্র ‘পরবাসিনী‘র টিজার। এমনকি স্বপন নিজেও তার ফেসবুক একাউন্টে ভিডিওটি শেয়ার করেননি। পরে জানা যায় এটি লিকড টিজার। আরো জানা যায় সিনেমাটির আইটেম সং লিকড হয়েছে।

বাইরের দুনিয়ায় আস্ত সিনেমা লিক হয়ে যাওয়ার উদাহরণ আছে ভুড়ি ভুড়ি। তবে বাংলাদেশে এমন নজির নেই। মাঝে এক পৃথিবী প্রেম সিনেমার গান লিক হয়। পরে সেটি সরিয়ে ফেলা হয়। এবার ‘পরবাসিনী’র টিজারটিও সরিয়ে ফেলা হল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকে টিজারটি আর দেখা যাচ্ছে না। লিংকে ক্লিক করলে দেখা যাচ্ছে সরিয়ে ফেলা হয়েছে। তবে লিকড আইটেম সং এখনো অনলাইনে পাওয়া যায়।

421817_10151277195437471_1296590028_n

তবে ফাঁস হওয়া টিজারের অনেকগুলো ফুটেজ দর্শকরা আগেই দেখেছিলেন। একটি টেলিভিশন শোর মাধ্যমে। টিজারটিতে কল্পবিজ্ঞান সিনেমাটির গল্প সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তবে টিজার হিসেবে বেশ দুর্বলতা চোখে পড়লেও সবমিলিয়ে প্রশংসার যোগ্য। বলতেই হয়, এ ধারার সিনেমা বাংলাদেশে আগে হয়নি।

২০১২ সালে স্বপন আহমেদ ‘পরবাসিনী’র চিত্রায়ন শুরু করেন। বর্তমানে ছবিটি সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘পরবাসিনী’তে অভিনয় করেছেন ইমন, রিত মজুমদার, সোহেল খান, সব্যসাচী চক্রবর্তী, দাউদ হোসাইন রনি, জুন মালিয়া ও অপ্সরা।

 


মন্তব্য করুন