Select Page

সাইমন-বিপাশার ‘খাস জমিন’ শুরু

সাইমন-বিপাশার ‘খাস জমিন’ শুরু

saymon-bipasha

সাইমন সাদিকবিপাশা কবির অভিনীত নতুন ছবি ‘খাস জমিন’র শুটিং শুরু হয়েছে মঙ্গলবার (১ নভেম্বর) থেকে। গাজীপুরের হোতাপায়ায় ছবিটির শুটিং চলবে মাসব্যাপী। প্রথম দিনের শুটিংয়ে আরো রয়েছেন বিপাশা কবির, রেকেবা, কাজী হায়াত প্রমুখ। খবর রাইজিং বিডি।

শেখ ডেভিড এর চিত্রনাট্যে ‘খাস জমিন’ পরিচালনা করছেন সরোয়ার হোসেন। প্রযোজনায় আছে ইয়নলিয়ন ইন্টারন্যাশনাল মুভিজ।

khash-zamin

সিনেমাটি নিয়ে সাইমন বলেন, ‘ছবির গল্পটা জমিজমা নিয়ে। এখানে ভূমি দস্যুদের আধিপত্য ছাড়াও গরীব ভূমিহীন মানুষদের গল্প ফুটে উঠবে। আমি ভূমি দস্যুদের বিরুদ্ধে লড়বো, প্রান্তিক মানুষগুলোর ভিটেমাটি যারা অন্যায়ভাবে দখল করে রাখতে চায় তাদের শায়েস্তা করবো। একটি ব্যতিক্রম গল্পে কাজ শুরু করলাম। আশা করছি ছবিটি ভালো কিছু বয়ে আনবে।’


Leave a reply