Select Page

সাত প্রদর্শনী নিয়ে দেশের দর্শকের কাছে ‘আদিম’

সাত প্রদর্শনী নিয়ে দেশের দর্শকের কাছে ‘আদিম’

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কারজয়ী ও যুবরাজ শামীম পরিচালিত গণ-অর্থায়নে নির্মিত ‘আদিম’ মুক্তি আছে শুক্রবার (২৫ মে)।

দেশে একটু অন্যধারার সিনেমা বরাবরই অবহেলিত। এমনকি বোদ্ধারাও খুব একটা প্রেক্ষাগৃহে গিয়ে এই ধরনের নির্মাণকে অনুপ্রেরণা দেন না। ফলে পরিস্থিতি বিবেচনায় পর্দাও দিন দিন সংকুচিত হচ্ছে। তার সর্বশেষ উদাহরণ ‘আদিম’।

প্রথম সপ্তাহে ঢাকার দুই মাল্টিপ্লেক্স ও নারায়ণগঞ্জের একটি মিনিপ্লেক্স দিনে সাত শো পেয়েছে।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটিতে পেয়েছে দুটি শো দুপুর ২টা ২০ মিনিটে ও রাত ৮টায়। রাজধানীর আরেক মাল্টিপ্লেক্স ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে বেলা সাড়ে ১১টা, দুপুর ২টা ৪০ মিনিট ও রাত ৮টায়। সঙ্গে আছেন নারায়ণগঞ্জ শহরের সিনেস্কোপ। প্রতিদিন বেলা ১২টা, দুপুর ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টায় এই মিনিপ্লেক্সে স্ক্রিনিং হবে ‘আদিম’।

দেশের প্রেক্ষাগৃহে আদিম মুক্তি পাচ্ছে, এই প্রতিক্রিয়ায় যুবরাজ শামীম বলেন,“একটা ছবিতে পরিচিত মুখ নাই, তারউপর নির্মাতার প্রথম ছবি। তবুও স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার কিংবা সিনেস্কোপের মতন দেশের সর্বাধুনিক সিনেমা হল ছবিটা নিলো! আদিম এর চরিত্র কালা, ল্যাংড়া আর সোহাগীকে নিয়ে আমরা সদলবলে শুক্রবার থেকে সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াবো, ভাবতেই কেমন পুলক অনুভব করছি।”

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।


মন্তব্য করুন