Select Page

‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর

‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর

২০১৬ সালে ‘আয়নাবাজি’, ২০১৭ সালে ‘ঢাকা অ্যাটাক’ ও ২০১৮ সালে ‘দেবী’- তিন হিট ছবি মুক্তি পায় অক্টোবর মাসে। একই সময়কে টার্গেট করেই এবার মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’। পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির দ্বিতীয় ছবির ফার্স্ট লুক ও ট্রেলার প্রকাশের পর দর্শকদের মাঝে আগ্রহ তৈরি হয়।

এখন জানা গেল, ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে প্রযোজক আশিকুর রহমান বলেন, ২৭ সেপ্টেম্বর ‘সাপলুডু’ মুক্তি দেয়া হচ্ছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ের একটি স্টুডিওতে ‘সাপলুডু’র গানগুলোর অ্যালবাম প্রকাশ করা হবে।

সেখানে ছবির পরিচালক, অভিনয় শিল্পী, গায়ক-গায়িকা প্রত্যেকেই উপস্থিত থাকবেন বলে জানান প্রযোজক।


মন্তব্য করুন