Select Page

সাপের চরিত্রে মুনমুন

সাপের চরিত্রে মুনমুন

একাধিক সাপের সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছিলেন মুনমুন। তবে গত ছয়-সাত বছর ধরে তাকে এ ধরনের চরিত্রে দেখা যায়নি। এবছর আবারও সাপের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের একসময়ের আলোচিত এ অভিনেত্রী। ছবিটির নাম ‘দুই রাজকন্যা। ‘

সম্প্রতি ছবিটির শেষভাগের শুটিং সম্পন্ন হয়। বাংলাদেশ প্রতিদিনকে মুনমুন বলেন, সাপের ছবিতে কাজ করতে মজা আছে। ‘দুই রাজকন্যা’ ছবিতে আমি কখনো সাপ, আবার কখনো মানুষ রূপে পর্দায় হাজির হবো। এই ছবির মাধ্যমে অনেক বছর পর আমি পোশাকী ছবিতে অভিনয়ে এলাম। এই ছবিতে আমাকে সাপের চরিত্রেই বেশি  দেখা যাবে। আশা করি, ছবিটি ভালো ব্যবসা করবে।

ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাবেদ ও জাহিদ। ছবিটিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিন সুবহা এবং সাদিয়া আফরিন।


Leave a reply