Select Page

সাফল্যের অপেক্ষায় মীম

সাফল্যের অপেক্ষায় মীম

Meem-Actressছোট পর্দার সফল অভিনেত্রী বিদ্যা সিনহা মীম অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে। তবে এসব ছবির মাধ্যমে বড় ধরনের সফলতা অর্জন করতে পারেননি তিনি। সম্প্রতি তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ ছবির কাজ শেষ করেছেন। আশা করছেন, এই ছবি তার ক্যারিয়ারে অন্য মাত্রা যোগ করবে।

পদ্ম পাতার জল ছবিতে ইমনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন মীম। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন অনেক জনপ্রিয় গানের গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। ঈদকে লক্ষ্য করে মুক্তির অপেক্ষায় থাকা ‘পদ্ম পাতার জল’ ছবিটি চলতি মাসের শেষের দিকেই সেন্সরে যাচ্ছে।

ছবিটি নিয়ে আশাবাদী মীম বলেন, ‘পদ্ম পাতার জল’ আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত অন্যতম একটি ছবি। মনের মতো একটি চরিত্রে এখানে কাজ করেছি। অন্যরকম মীমকেই এখানে দর্শক খুঁজে পাবেন।’

এরই মধ্যে তার  ‘পদ্ম পাতার জল’ নিয়ে তিনি বেশ আশাবাদি। তাছাড়াও মীমের হাতে রয়েছে বেশ কিছু চলচ্চিত্র। ‘গুডমর্নিং লন্ডন’, ‘সুইটহার্ট’ ও ‘মন বাকসো’ এর মত ছবি।

সম্প্রতি যৌথ প্রযোজনার একটি ছবিতেও সাইন করেছেন তিনি। এ ছবিতে তার সাথে অভিনয় করবেন ওপার বাংলার নায়ক সোহম। ছবিটি পরিচালনা করবেন রাজা চন্দ। এ প্রসঙ্গে মীম বলেন, সোহাম আমার অনেক প্রিয় একজন অভিনেতা। তার সঙ্গে অভিনয় করতে যাচ্ছি নতুন ছবিতে। আমি বিষয়টি নিয়ে অনেক এক্সাইটেড। নিজের শতভাগ দিয়েই এখানে কাজ করার চেষ্টা করবো।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন