Select Page

সাভারে আসছে সিনেমেক্স

সাভারে আসছে সিনেমেক্স

123একসময় দেশে হাজার খানেক সিনেমা হল থাকলেও বর্তমানে তা নেমে এসেছে কয়েক’শ-তে। চলচ্চিত্রে মান কমে যাওয়া এর প্রধান কারণ। আবার দর্শকদের অভিযোগ হলের পরিবেশও খারাপ। বর্তমানে চলচ্চিত্রের অবস্থা পরিবর্তনের সাথে সাথে অনেকে নতুন প্রেক্ষাগৃহ স্থাপনে আ্গ্রহী হয়ে উঠছেন।

সেই ধারাবাহিকতায় সাভারে তৈরি হচ্ছে নতুন একটি হল। তবে এটি পুরানো ব্যবস্থার এক পর্দার হল নয়। সেটি হবে মাল্টিপ্রেক্স। নতুন এই প্রেক্ষাগৃহটির নাম ‘সিনেমেক্স’।

সাভার বাজার সংলগ্ন নতুন গড়ে উঠা ‘সাভার নিউমার্কেট’- এ নির্মাণ করা হবে প্রস্তাবিত সিনেপ্লেক্সটি। এই সিনেপ্লেক্সটি স্থানীয় পোশাক শ্রমিকদের বিনোদনের চাহিদা মেটাবে।

ইতিমধ্যে মার্কেটটির বাইরে সিনেমেক্সের বিজ্ঞাপনশোভিন ব্যানার টানানো হয়েছে। সেখানে সিনেমেক্সের কারিগরি দিক বর্ণনা করা হয়েছে।

বলা হচ্ছে, এই মাল্টিপ্রেক্সের টিকেটের মূল্য দেশের অন্য দুটি মাল্টিপ্রেক্স থেকে সুলভ হবে।


১ টি মন্তব্য

  1. সাব্বির

    যাই হোক তাতে করে অন্তত সিনেমা হল গুলোর মধ্যে ভাল পরিবেশ আসার জন্য প্রতিযোগিতা সৃষ্টি হবে। সাধুবাদ জানাই। যমুনা ফিউউচার পার্কে সব মিলিয়ে ৭ টি হল আছে কিন্তু খুবই ব্যায়বহুল মধ্যবিত্ত মানুষদের কাছে। আমি বাংলাদেশে এই পর্যন্ত যত গুলো হলে ছবি দেখেছি সব চেয়ে বেশি দামি যমুনা ফিউচার পার্কের রয়েল ক্লাব হল টি। প্রতিটি টিকেট এর মুল্য ১,০০০ টাকা। বিশেষত হচ্ছে আপনি শুয়ে শুয়ে ছবি দেখতে পারবেন। যাই হোক আস্তে আস্তে আমাদের দেশীয় এই ছলচিত্র এগিয়ে যাক,

মন্তব্য করুন