Select Page

সামান্য সংশোধনে সেন্সর পাবে ‘সাহস’

সামান্য সংশোধনে সেন্সর পাবে ‘সাহস’

অবশেষে সেন্সর ছাড়পত্র পাচ্ছে তরুণ নির্মাতা সাজ্জাদ খানের ‘সাহস’।

গত জুন মাসে সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হয়েছিলো। তখন ছবিতে অতিরিক্ত পরিমাণে অশ্লীল সংলাপ রয়েছে এমন অভিযোগে তা প্রদর্শনের অনুপোযুক্ত ঘোষণা করে বোর্ড গত ১৪ জুন। এরপর সময়মত আবেদন না করায় আপিল আবেদনও বাতিল হয়ে যায় ছবিটির।

মোস্তাফিজুর নূর ইমরান ও অর্ষা

আপিল আবেদন বাতিল হয়ে যাওয়ায় নিয়মানুযায়ী পরিচালক নতুন করে ছবিটির সেন্সর আবেদন করেন গত সপ্তাহে। সে আবেদনের প্রেক্ষিতে এখন ছাড়পত্র পেতে যাচ্ছে।

ছবিটি ৬ সেপ্টেম্বর বিকেলে দেখে সেন্সর বোর্ড সদস্যরা। দেখার পর ছবিটিকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড, তবে তা সামান্য সংশোধনী সাপেক্ষে।

সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা ছবিটি দেখেছি। বড় ধরনের কোনো ত্রুটি খুঁজে পাইনি। তবে আইনের একটি ধারায় ভুল আছে। তা সংশোধন করে জমা দিতে বলা হবে।’

তিনি জানান, মূলত একটি সংলাপে আইনের ধারাটি ভুল বলা হয়েছে।

 ‘সাহস’-এর পরিচালক সাজ্জাদ খান সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ছবিটি ছাড়পত্র পাচ্ছে এটা জানি। তবে কোনো সংশোধনী দেওয়া হয়েছে কিনা তা এখনও জানি না।

গেল বছরের নভেম্বর, ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’-এর শুটিং করেছিলেন সাজ্জাদ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও অর্ষা। আরও অভিনয় করেছেন থিয়েটার রেপার্টোরি বাগেরহাটের একঝাঁক শিল্পী। স্থানীয় থিয়েটারের এসব শিল্পীদের অডিশিনের মাধ্যমে বাছাই করা হয়। প্রায় ৫০ জন তরুণ এতে অভিনয় করেছেন।


মন্তব্য করুন