Select Page

সার্ফিং নিয়ে সেই ছবির নাম ‘ন ডরাই’, দেখুন দুর্দান্ত ট্রেলার…

সার্ফিং নিয়ে সেই ছবির নাম ‘ন ডরাই’, দেখুন দুর্দান্ত ট্রেলার…

জানা গেল সার্ফিং নিয়ে নির্মিত তানিম রহমান অংশুর সিনেমার নাম। স্টার সিনেপ্লেক্স ফিল্ম প্রযোজিত সিনেমাটির নাম রাখা হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘ন ডরাই’। যার অর্থ ‘ভয় পাই না’।

বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ‘ন ডরাই’র পোস্টার উন্মোচন এবং মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ওই সময় উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান, পরিচালক তানিম রহমান অংশু, অভিনেতা শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল’সহ সিনেমা সংশ্লিষ্ট অনেকে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভারতীয় চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত। যিনি বুনোহাঁস ও পিঙ্কের মতো আলোচিত সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

‘ন ডরাই’ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান বলেন, ‘ন ডরাই’ নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলবে। সার্ফিং করার মতো চ্যালেঞ্জিং কাজটি একজন নারী হয়েও কিভাবে করা হয়েছে, সিনেমাটিতে তাই দেখানো হবে। আমাদের কাজ একেবারেই শেষ। এখন সেন্সরে সিনেমাটি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর ইচ্ছে আছে আগামী অক্টোবরে ‘ন ডরাই’ মুক্তি দেওয়ার।

নায়িকা সুনেরাহ বিনতে কামাল বলেন, সিনেমায় আমি একদম নতুন। ছোটবেলা থেকে আমার অভিনয়ের শখ ছিলো। এবার সেটা প্রামাণ পেলো। সিনেমাটি করতে গিয়ে নাছিমার গল্প আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমাকে চট্টগ্রামের ভাষা শিখতে হয়েছে। শুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়েয়ে। আমার বিশ্বাস দর্শকদের সিনেমাটি ভালো লাগবো।

দেশে সার্ফিংয়ের জনপ্রিয়তা বেড়েছে এক দশক হলো। যারা সার্ফিং করেন তাদের অনেক অবদান রয়েছে এই জনপ্রিয়তার পেছনে। সেই গল্পগুলোই প্রযোজককে উৎসাহি করেছে সার্ফিং বিষয়ে সিনেমা নির্মাণ করতে।


মন্তব্য করুন