Select Page

সালতামামি ২০২৩: ‘ঈশ্বর’সহ সিনেমার সেরা ১০ গান

সালতামামি ২০২৩: ‘ঈশ্বর’সহ সিনেমার সেরা ১০ গান

গানে যে সিনেমা হিট করতে পারে, সে সুদিন হারিয়ে ফেলেছে বাংলা সিনেমা। ব্যতিক্রম হিসেবে ২০২৩ সালের ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’-এর কথা বলা যায়। এর বাইরে উল্লেখযোগ্য কোনো গান নেই বললেই চলে। না সিনেমার জন্য আকর্ষণীয় প্রচার হয়েছে, না দর্শকের মুখে মুখে ফিরেছে। তার মাঝেও নানা কারণে কিছু গান ছিল উল্লেখযোগ্য।

নিচে ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমা থেকে দশটি গান তুলে ধরা হলো—

এক. ঈশ্বর: সিনেমা হিসেবে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও ‘ঈশ্বর’ নিয়ে কোনো বিতর্ক নেই। হৃদয়স্পর্শী গানটি লিখেছেন সোমেশ্বর অলি। জীবন্ত কিংবদন্তি প্রিন্স মাহমুদের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ।

দুই. অচিন মাঝি: আলোচিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় ব্যবহৃত দুটি গানের একটি এটি। শ্যাম বেনেগালের সিনেমায় গানটিতে বাংলা ও বঙ্গবন্ধুকে ফুটিয়ে তোলা হয়েছে। তবে এ গানে বাংলাদেশের কণ্ঠশিল্পীর অভাব অনুভব করেছেন শ্রোতারা। জাহিদ আকবরের কথায় ভারতের শান্তনু মৈত্রের সুরে কণ্ঠ দিয়েছেন একই দেশের রথিজিৎ ভট্টাচার্য।

তিন. যাচ্ছো কোথায়: পুরোনো সুর ভাঙার আভাস থাকলেও ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমার গানটি ছিল ভীষণ চমক। ভাইরাল হয়েছে অনলাইনে। হৃদির কথায় সুর করেছেন দেবজ্যোতি। কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রনি। পারফর্ম করেছেন আবদুর নূর সজল ও সানজিদা প্রীতি।

চার. হৃদয় দিয়ে ভালোবাসে যারা: প্রভাবশালী গীতিকবি আসিফ ইকবাল এ বছর সিনেমায় বেশকটি গান উপহার দিয়েছেন। যার মধ্যে একদম উপরে থাকবে হৃদয় ছোঁয়া ‘হৃদয় দিয়ে ভালোবাসে যারা’। চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় গানটির সঙ্গে পারফর্ম করেছেন শবনম বুবলি ও নাসিরউদ্দিন খান। কিশোরের সুরে কণ্ঠে তার সঙ্গে ছিলেন স্বরলিপি।

পাঁচ. চার গাছিয়া (রংপুরীয়া বিয়ের গীত): খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ সিনেমায় ব্যবহৃত গানটি গ্রামীণ জনপদের আবহমান সুর ও গল্প তুলে ধরেছে। প্রচলিত কথার এই গানে কণ্ঠ দিয়েছে লায়লা তাজনূর ও লিমা হক। সংগীতে ছিলেন মাহমুদ হায়াত। পুরো সিনেমাজুড়ে নির্মাতা এ গানের রেশ রেখেছেন।

ছয়. গা ছুঁয়ে বলো: রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার গানটির স্যাড ভার্সন দর্শক পছন্দ করেছেন। তানজীব সরোয়ারের কথায় সাজিদ সরকারের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন রেহান রাসুল। এ গানের দেখা গেছে আফরান নিশোকে।

সাত. মেঘের নৌকা: ‘প্রহেলিকা’র জন্য আসিফ ইকবালের লেখা আরেকটি গান। ইমরানের সুর-সংগীতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। এতে বুবলির সঙ্গে ছিলেন মাহফুজ আহমেদ।

আট. ও প্রিয়তমা: আসিফ ইকবালের আরো একটি গান। ‘প্রিয়তমা’ সিনেমার জন্য গতানুগতিক সুরারোপ করেছেন আকাশ, কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। শুধু শাকিব খান ক্রেজের জনই গানটি তুমুলভাবে বেজেছে।

নয়. কথা আছে: বাংলা সিনেমায় র‌্যাপ গানের সফল প্রয়োগ এটি। তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় গানটি ব্যবহার হয়েছে। কথা ও কণ্ঠে ছিলেন তবীব মাহমুদ, সুর করেছেন শুভ্র রাহা।

দশ. ইয়ে শামে: মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘১৯৭১: সেইসব দিন’ সিনেমার উর্দু গানটি ছিল ভীষণ চমক। চয়নিকা দত্তের কথায় সুর-সংগীত দেবজ্যোতি মিশ্রের। কণ্ঠ দিয়েছেন সঞ্চারী সেনগুপ্তা। হৃদি হকের পরিচালনায় পারফর্ম করেছেন সোনিয়া হোসেন। পার্টির আবহে ছিলেন ছবির অন্য অভিনেতারা।

ফাখরুল আরেফীন খানের ‘জে কে ১৯৭১’ সিনেমায় জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি নতুনভাবে ব্যবহার হয়েছে। তবে এ নিয়ে ছিল না কোনো আলোচনা। এছাড়া ‘ইতি চিত্রা’ সিনেমার গানগুলোও ছিল মানসম্মত।


Leave a reply