Select Page

‘সালমানকে আর কতো ব্যবহার করতে চাও’

‘সালমানকে আর কতো ব্যবহার করতে চাও’

salman-shah-nila-chowdury

ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে শামীম আহমেদ রনির তৃতীয় সিনেমা ‘ধ্যাৎতেরিকি’র শুটিং। সে সিনেমার চিত্রায়নের প্রস্তুতিতে স্মরণ করা হয় অমর নায়ক সালমান শাহকে।

ফেসবুক স্ট্যাটাসে মঙ্গলবার দুপুরে নির্মাতা রনি লেখেন, “বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহ’র বাড়ি থেকে তার স্মরণে শুরু করলাম ‘ধ্যাৎতেরিকি’র প্রি-প্রোডাকশন। তার স্মৃতিঘেরা এই সিলেটেই হবে পুরো ছবিটির শুটিং। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা।“

এরপর একাধিক সংবাদমাধ্যম জানায়, সালমানের বাড়িতে ‘ধ্যাৎতেরিকি’র শুটিং হবে।

এমন খবরে ক্ষোভ করেন সালমানের মা নীলা চৌধুরী! তিনি স্পষ্ট জানিয়ে দেন সালমান ভবনে কোনো ছবির শুটিং হবে না।

salman-roni

ফেসবুকে বুধবার বিকেলে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী ও সালমান শাহের ভক্তরা, আমি জেনেছি যে সালমান শাহের বাড়িতে (সালমান শাহ ভবন) ছবির শুটিং হবে। এটা ডাহা মিথ্যে কথা। আমার বাড়িতে কখনো কোনো শুটিং হতে পারে না, হবে না। ফিল্মের লোকেরা সালমান শাহকে আর কতো ব্যবহার করতে চাও? সাবধান করে দিচ্ছি এসব স্বপ্ন দেখা বন্ধ করো।’

‘ধ্যাৎতেরিকি’তে অভিনয় করবেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান ও ফারিন। প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।


মন্তব্য করুন